মাহমুদুল হাসান,দেগঙ্গা,আপনজন: ১৯৯২সাল থেকে প্রতিবছর ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস বিশ্বজুড়ে পালিত হয়। ইউনেস্কোর পক্ষ থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তের সংখ্যালঘুদের অধিকার সুনিশ্চিত করতে এই দিনটাকে আন্তর্জাতিক সংখ্যালঘু দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। বিশ্বের বিভিন্ন প্রান্তের ন্যায়, বরাবরের মতো এবারও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস পালন করা হয়। আর ঠিক এদিন এক ব্যতিক্রমী ভাবনা নিয়ে আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস পালন করলেন উত্তর ২৪পরগনা জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ তথা পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ। সম্প্রীতির বার্তা নিয়ে এদিন তিনি একদিকে শ্মশান, হসপিটাল ও অন্যদিকে মাদ্রাসায় আন্তর্জাতিক সংখ্যালঘু দিবস উদযাপন করেন।
শনিবার প্রথমেই তিনি দেগঙ্গার বেলিয়াঘাটা শ্মশানে নতুন চুল্লির কাজ পরিদর্শনের পর এলাকার সকল শ্রেণীর মানুষদের কে সম্প্রীতির বার্তা প্রদান করেন। সংখ্যাগুরু ও সংখ্যালঘু সম্প্রদায়কে মিলেমিশে একাত্ম হয়ে থাকার জন্য তিনি আহ্বান জানান। সাথে সাথে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূয়শী প্রশংসা করে বলেন, বাংলার মা মাটি মানুষের সরকার সম্প্রীতির মেলবন্ধনকে গুরুত্বের সঙ্গে বিশ্বাস করেন। আমরা সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী প্রজন্মকে এই ধারাবাহিকতা রেখে যাবার অনুরোধ করবো। এরপর তিনি দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে তিনি রোগীদের বিভিন্ন অভাব-অভিযোগ ও সমস্যার কথা শুনে, গুরুত্বের সঙ্গে সমাধান করার আশ্বাস দেন। পাশাপাশি এদিন তিনি দেগঙ্গার নিরামিশা মাদ্রাসায় সংখ্যালঘু অধিকার দিবস উপলক্ষে কয়েকশো ছাত্রদের হাতে বিশেষ উপহার প্রদান করেন। এদিন শতাধিক মাদ্রাসা ছাত্র, শিক্ষক ও এলাকাবাসীদেরকে আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস সম্পর্কে বক্তব্য রাখেন। বক্তব্যের শুরুতেই হিন্দু-মুসলিম সহাবস্থানের কথা বলেন তিনি। কাজী নজরুল ইসলামের কবিতার উদ্ধৃতি দিয়ে বলেন, হিন্দু না ওরা মুসলিম জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। বর্তমান ভারতবর্ষের সরকার যেভাবে সংখ্যালঘুদের কে নিশানা করছে তা দেশের সংবিধানের জন্য অত্যন্ত মারাত্মক আকার ধারণ করছে বলে মন্তব্য করেন তিনি। ফারহাদ আরও বলেন এজন্য রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে আমরা আগামী ২০২৪-এ বাংলার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে দেশের প্রধানমন্ত্রী রূপে দেখতে চাই। এদিনের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষক সংগঠনের মুর্শিদাবাদ জেলা কনভেনার দেবতোষ বিশ্বাস, নিরামিষা মাদ্রাসার সম্পাদক রওশন আলী, সমাজসেবী অশোক ঘোষ, স্বপন ঘোষ প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct