বাজল স্কুলের ঘন্টা
শীলা সোম
_____________
বাজল স্কুলের ঘন্টা, খুললো বন্ধ তালা,
শুরু হোলো নতুন করে স্কুলে যাবার পালা।
কতদিন যে হয় না দেখা বন্ধুদের সাথে,
দেখা হতেই সবাই যেন আনন্দেতে মাতে।
শিক্ষক শিক্ষিকার মুখে হাসি কতদিন পর,
নতুন করে বিদ্যালয়ে উঠবে আবার ঝড়।
ফুল দিয়ে ছাত্র-ছাত্রীদের হোলো অভ্যর্থনা,
তা দেখে অভিভাবকগণ আহ্লাদে আটখানা।
শূন্য চেয়ার টেবিল, বেঞ্চগুলি সারি সারি,
নিষ্প্রাণ করে রেখেছিল যে করোনা মহামারী।
স্যানিটারিজারে স্নাত হয়ে পেলো তারা প্রাণ,
অনলাইন কে বিদায় দিয়ে অফের আহ্বান।
স্কুলের গন্ডী পার করে, কত যে গেছে চলে,
জায়গা নিয়েছে নতুনেরা , এসেছে দলে দলে।
কেউ বা পড়া ছেড়ে দিয়ে কাজে দিয়েছে মন,
সংসার চালাতে অক্ষম মা, অভাব অনটন।
কেউ আবার চাষের কাজে, বাবার সাথে মাঠে,
কলম ফেলে লাঙ্গল নিয়ে সারা দিনটা খাটে।
কোনো মেয়ের বিয়ে হয়ে গেছে শ্বশুরবাড়ি,
পড়াশোনার পাট চুকিয়ে ধরেছে সে হাঁড়ি।
বেহাল দশা শিক্ষা ব্যবস্থার দেখে হাহাকার,
চালু হলো অনলাইন উপায় নেই আর।
নেট দুনিয়া আজব, সমস্যার নেই শেষ,
লিঙ্ক না পেয়ে ছাত্র-ছাত্রীদের বেড়েই চলে ক্লেশ।
ভ্যাকসিন এলো , আতঙ্কের হয়না অবসান,
রমরমিয়ে খুলল সব শিক্ষা প্রতিষ্ঠান।।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct