“মাতৃ ভাষা”
নিপু গোলদার
___________
সদ্যজাত শিশু টি কথা বলতে শিখেই,
মাকে বলে মামি, বাবাকে বলে ড্যাডি,
সে বলতে শেখেনি মা,
সে বলতে শেখেনি বাবা,
ভোরের আলো ফুটতেই,
সে বলতে শিখেছে,গুড মর্নিংl
রাতে শুতে যাওয়ার সময়,গুড নাইটl
সে বলতে শেখেনি সুপ্রভাত,
সে বলতে শেখেনি, শুভরাত্রি l
কি সময় এসেছে আজ,
আমরা সবাই ভুলতে বসেছি সব l
এসো আজ শপথ করি,
নিজেদের নিজস্বতা বজায় রাখি l
গর্ভধারিণী জননীকে বলি, মাl
আর জন্মদাতা পিতাকে বলি,বাবা l
ভোরের আলো ফুটতেই বলি, সুপ্রভাত l
আর রাতের অন্ধকার নামতেই, শুভরাত্রি l
এসো আজ,সবাই মিলে শপথ করি, নিজেদের নিজস্বতা বজায় রাখি l
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct