এহসানুল হক,বসিরহাট,আপনজন: টোটো দৌরত্ব বাড়ছে বসিরহাটে, যার ফলে গতিধারা প্রকল্পের গাড়ি চলাচল দীর্ঘ ছয় মাস থমকে রয়েছে, বহুদিন ধরেই অটো রুট চালূ থাকলেও অটো বন্ধ। তারই প্রতিবাদে এবার পথে নামল অটোচালকদের পরিবার, রাস্তায় নেমে থালা হাতে বিক্ষোভ দেখালো তারা। এমনই ঘটনা ঘটলো বসিরহাটের পিফা তেতুলতলা এলাকায়। বৃহস্পতিবার বিকাল তিনটে নাগাদ ন্যাজাট রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়, আধা ঘণ্টা অবরোধ চলার পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ,বেশ কয়েকদিন আগেই বসিরহাট টাউনহল থেকে পিফা কাটাখাল ব্রীজ পর্যন্ত একটি অটো রুট পারমিট হয়। গতিধারা প্রকল্পের ২৬টি অটো চলাচল করত এই রুটে। অভিযোগ টোটো ইউনিয়নের দৌরত্বে বন্ধ হয়ে গেল এই রুটের অটো পরিষেবা ।যার ফলে বহু মানুষ দুর্ভোগের শিকার হয়েছেন। তাদের দাবি অবিলম্বে এই সমস্যা না মিটলে বৃহত্তর আন্দোলনে যাব। এদিন পিফা অটো ইউনিয়নের সেক্রেটারি গোলাম মোস্তফা মোল্লা, শ্যামাপ্রসাদ জানান, মমতা বন্দ্যোপাধ্যায় গতিধারা প্রকল্পে সুন্দর ব্যবস্থা করেছেন, যার ফলে বহু মানুষ উপকৃত হচ্ছেন। কিন্তু বসিরহাটের পিফায় ভিন্ন চিত্র ধরা পড়ল। এখানে অটো ইউনিয়নের ২৬ জন পরিবার অসহায় অবস্থার মধ্যে রয়েছে।
তাদের গাড়ির কিস্তি পর্যন্ত দিতে পারছে না, রুট পারমিট থাকলেও অটো চালাতে পারছেনা। যার ফলে অসহায় অবস্থার মধ্য দিয়ে দিন গুজরান করছেন, এখানকার অটো চালকরা, আবেদন অতি অবিলম্বে এই রুটে চলাচলের ব্যবস্থা করা হোক। এদিন বসিরহাটের পুলিশ সুপার যোবি থামাস্কে বলেন, ব্যাপারটা নিয়ে আমরা ওদের সঙ্গে বসবো, এর সমস্যা কিভাবে মেটানো যায় সেটা নিয়ে আলোচনা করব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct