আপনজন ডেস্ক: ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের মাউন্ট সেমেরু আগ্নেয়গিরিতে গতকাল বৃহস্পতিবার দুইবার অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। আকাশে ব্যাপক মাত্রায় ছাই ছড়িয়ে পড়তে থাকলে কয়েক শ উদ্ধারকর্মী ওই জায়গা থেকে সরে যান। উৎক্ষিপ্ত বিপুল পরিমাণ ছাই ও লাভার ঢলের কারণে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, চলতি মাসের শুরুতে মাউন্ট সেমেরুর অগ্ন্যুৎপাত শুরু হয়। তখন এতে কমপক্ষে ৪৮ জন নিহত হয়। ১২ জনের মতো মানুষ নিখোঁজ রয়েছে এখনো।
উদ্ধারকারীরা কাদা এবং ধ্বংসাবশেষ সরানোর কাজ করার সময় হঠাৎ মাউন্ট সেমেরু থেকে নতুন করে ছাই বের হতে থাকে। সেইসব ছাই পাহাড়ের শিখর থেকে সাড়ে চার কিলোমিটার পর্যন্ত ওপরে ওঠে। মাউন্ট সেমেরু হল জাভা দ্বীপের মধ্যে সবচেয়ে বড় আগ্নেয়গিরি। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গ্রামবাসীকে আগেই সরিয়ে নেওয়া হয়েছে। লাভা বৃষ্টির ফোটার মতো গ্রামবাসীদের ওপর পড়ছিল। তবে, ঠিক কতটা ক্ষিতি হয়েছে তার খবর পাওয়া যায়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct