আপনজন ডেস্ক: মারনাস লাবুশেন পারবেন তো সেঞ্চুরি ছুঁতে, নাকি ডেভিড ওয়ার্নারের মতো নার্ভাস নাইন্টিনে কাটা পড়বেন? টানা দুই টেস্টে ৯০-এর ঘরে আউট হলেন ওয়ার্নার। গতকাল অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে দিবারাত্রের টেস্টের প্রথম দিনে ওয়ার্নার ৫ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন। দিন শেষে লাবুশেন ঠিক ৯৫ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন। আর তাদের দু’জনের ব্যাটে ভর করে দিনশেষে ৮৯ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ২২১/২-এ।
ব্রিসবেনের গ্যাবা মাঠে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ওয়ার্নার আউট হন ৯৪ রান করে। গতকাল টসে জিতে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। দলীয় ৪ রানে মার্কাস হ্যারিসকে হারানোর পর লাবুশেনের সঙ্গে জুটি গড়েন বাঁহাতি ব্যাটার ওয়ার্নার। দলীয় ১৭৬ রানে বেন স্টোকসের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। তার ১৬৭ বলের ইনিংসটি ছিল ১১ চারে সাজানো।
৮৮ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এর আগে ৯০-এর ঘরে ওয়ার্নার আউট হয়েছিলেন মাত্রই একবার- ২০১৬ সালে পার্থে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ব্রিসবেনে প্রথম ইনিংসে ৭৪ রান করেন লাবুশেন। আর গতকাল ইংলিশ উইকেটরক্ষক জস বাটলার দুবার লাবুশেনকে জীবন দেন। ব্যক্তিগত ২১ রানে স্টোকসের বলে ক্যাচ ছাড়েন বাটলার। পরেরটি ব্যক্তিগত ৯৫ রানে অ্যান্ডারসনের বলে। জীবন পাওয়ার সুযোগটা কাজে লাগাতে চান লাবুশেন। দিনের খেলা শেষে তিনি বলেন, ‘বাটলারের ক্যাচ ফেলাটা অবিশ্বাস্য ছিল। তবে আমি সুযোগটা কাজে লাগাতে চাই। আগামীকাল (আজ) কোনো চান্স থাকবে না। ৯৫ রানে আউট হওয়া... ডেভির (ওয়ার্নার) জন্য খারাপ লাগছে।’
শেষ বিকালে লাবুশেনকে সঙ্গ দেন দৈবচক্রে অধিনায়কের দায়িত্ব পাওয়া স্টিভেন স্মিথ। তৃতীয় উইকেটে অবিচ্ছিন ৪৫ রানের জুটি গড়ে দিনশেষে অপরাজিত থাকেন তিনি (১৭*)। ইংলিশ অধিনায়ক জো রুট ছয় জন বোলার ব্যবহার করলেও সাফল্যের মুখ দেখেছেন কেবল স্টুয়ার্ট ব্রড ও বেন স্টোকস। ইনজুরি কাটিয়ে ফেরা জিমি অ্যান্ডারসন ১৮ ওভারে দেন মাত্র ২৯ রান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct