আব্দুস সামাদ মণ্ডল,কলকাতা,আপনজন: ব্যাঙ্ক বেসরকারিকরণের বিরুদ্ধে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন ও আইএসএফের উদ্যোগে প্রতিবাদ সভা হয়ে গেল কলকাতায়।
এদিন কয়েক হাজার মানুষ এই প্রতিবাদ সভায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন
তারা বলেন ‘ব্যাঙ্ক বাঁচাও, দেশ বাঁচাও’- এই শ্লোগানকে সামনে রেখে আমাদের এই কর্মসূচি সারা দেশজুড়ে দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘট শুরু হয়েছে স্তব্ধ হয়ে গিয়েছে সমস্ত রকম লেনদেন
আজ সকালে কলকাতায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার সমৃদ্ধি ভবনের সামনে স্ট্র্যান্ড রোডে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের এক সভায় উপস্থিত হয়ে ধর্মঘটের প্রতি পূর্ণ সংহতি জানান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) চেয়ারম্যান ও বিধায়ক নওসাদ সিদ্দিকী। তিনি বলেন, এটা শুধুমাত্র ব্যাঙ্ক কর্মচারীদের আন্দোলন নয় এটা দেশ বাঁচানোর আন্দোলন, দেশবাসীর সম্পত্তি বাঁচানোর আন্দোলন। গত একবছর ধরে উত্তাল কৃষক আন্দোলন যেভাবে কেন্দ্রীয় সরকারকে মাথা নোয়াতে বাধ্য করেছে, সেইভাবে নাছোড়বান্দা হয়ে এই আন্দোলন চালাতে হবে। গত শতকের ষাট-সত্তর দশকে দেশের ব্যাঙ্কগুলি জাতীয়করণ হয়েছিল। সাধারণ মানুষের আমানত সুরক্ষিত হয়েছিল। আজ ব্যাঙ্ক বেসরকারীকরনের জন্য সংসদে বিল আনা হচ্ছে আপামর মানুষকে বিপদে ফেলতে। কয়েকজন পুঁজিপতির হাতে ব্যাঙ্কিং পরিষেবা তুলে দেওয়া হবে যারা নিজেরাই বিপুল সংখ্যক টাকা ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে পরিশোধ করেনি। এই চরম বিপদের কথা গ্রামে গঞ্জে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে বলে নওশাদের মন্তব্য। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজকর্মী প্রসেনজিৎ বসু, অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসারস্ কনফেডারেশনের সাধারণ সম্পাদক সৌম্য দত্ত ও শুভজ্যোতি চট্টোপাধ্যায়, অসিতাভ কুণ্ডু সহ ব্যাঙ্ক আন্দোলনের প্রমুখ নেতৃবৃন্দ ও কয়েক হাজার সাধারণ মানুষজন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct