আপনজন ডেস্ক: তৃণমূল নেত্রী বুধবার দলীয় কাউন্সিলরদের প্রতি হুঁশিয়ারি দিয়েছিলেন কাজ না করলে সরে যেতে হবে। আর বৃহস্পতিবার বাঘাযতীনে পুরভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, কাউন্সিলরদের সকাল ন’টা থেকে রাত ১০টা অবধি ফোন চালু রাখতে হবে। যদিও এ প্রসঙ্গে মমতা জানান, কাউন্সিলররাও মানুষ। ঠিক কথা। তাঁদের খাওয়া কিংবা ঘুমানোর সময় দিতে হবে। কিন্তু, কাজের সময় কাজও করতে হবে। চোখ-কান খোলা রাখতে হবে। সকাল ন’টা থেকে রাত ১০টা অবধি ফোন চালু রাখতে হবে।
আমাকে দিনে চারশো ফোনের উত্তর দিতে হয়। প্রত্যেককে মাটির দিকে তাকিয়ে চলতে হবে। এদিন মুখ্যমন্ত্রী শহরবাসীকে প্রতিশ্রুতি দেন, ২০২৪ সালের মধ্যে রাজ্যের প্রতিটি বাড়িতে পৌঁছে যাবে জলের লাইন।
অন্যদিকে, এদিন বিরোধদের কটাক্ষ করতেও ছাড়েননি মমতা। তিনি এ নিয়ে বলেন, ‘সৌন্দর্যায়নের স্বার্থে কলকাতায় নীল–সাদা রং করিয়েছিলাম। তখন অনেকে ব্যঙ্গ করেছিল। আজ, কলকাতা থেকে অনুপ্রেরণা পেয়ে নয়াদিল্লি, মুম্বই শহরেও নীল–সাদা রং হচ্ছে। গোটা দেশের অনুপ্রেরণা কলকাতা তথা বাংলা। বাংলার কারও সার্টিফিকেটের দরকার নেই। কারণ, বাংলা জানে কিভাবে কাজ করতে হয়।’ তিনি আরও বলেন, আরও বলেন, ‘তখন ‘আর্জেন্টিনা’ বলে কটাক্ষ করা হয়েছিল। আর নীল–সাদা রং এখন পছন্দ করছেন নয়াদিল্লি, মুম্বইয়ের মানুষজন। নীল–সাদা আমার পার্টির কালার না। ওটা আকাশের রং। আকাশের কোনও সীমা নেই। তাই এই দুই শহরও নীল–সাদা রংয়ের দিকে ঝুঁকছে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct