আপনজন ডেস্ক: আমরা বাড়িতে থাকা জেদি সন্তানকে সামলাতে গিয়ে প্রায় হতাশ হয়ে পড়ি।তাদেরকে পড়া, স্নান করা, খাওয়া, ঘুমাতে যাওয়ার কথা বললেও তারা শুনতে চায় না। এ নিয়ে প্রতিদিনই লড়তে হয় বাবা-মাকে। এতে করে তাদের অজান্তেই সেসব জেদি শিশু আরও জেদি হয়ে ওঠে। তারা নিজেদের মতো করেই চলতে চায়। এমন জেদি শিশুদের নিয়ন্ত্রণ করার সবচেয়ে ভালো উপায় হলো তাদেরকে এটা বুঝতে দেওয়া যে তাদের আচরণের কোনও মূল্য নেই। এরই মাঝে তাদের ভালো আচরণগুলোকে উৎসাহিত করতে হবে। জেদি শিশুদের নিয়ন্ত্রণ করার কিছু কৌশল আছে। প্রথমে টেস্ট করুন তাকে শুনতে। আপনি যদি চান আপনার শিশু আপনাদের কথা অনুযায়ী চলবে, তাহলে প্রথমে তার কথা শুনতে হবে। সে যখন বুঝবে আপনারা তার কথা শুনছেনই না, তখন সে আরও জেদি হয়ে উঠবে। সে কী করতে চাইছে বা কী করতে চাইছে না, তা শুনে তার সাথে সুন্দরভাবে কথা বলুন। কোনও ব্যাপারে আপনার জেদি শিশুকে জোর করবেন না। এতে উল্টো তার মাঝে ‘কাউন্টার উইল' তৈরি হবে, যা জেদি শিশুদের অন্যতম বৈশিষ্ট্য। এই আচরণে জেদি শিশু স্বভাবজাত কারণে বিরোধিতা করবে। একগুঁয়ে শিশু যখন তার কথা মতোই চলে, তখন তাকে আপনার পথে আনতে কিছু ‘পছন্দ' বেছে দিন। সে যদি রাতে ঘুমাতে যেতে না চায়, তাহলে শান্ত গলায় তাকে বলুন বিছানায় শুয়ে সে পছন্দের গল্পের বই পড়তে পারবে। কোথাও বেড়াতে যাওয়ার সময় ওয়ারড্রোব থেকে তাকে নিজের পছন্দ মতো ড্রেস বেছে নিতে বলবেন না, এতে সে বিভ্রান্ত হয়ে রেগে উঠতে পারে। সেক্ষেত্রে আপনি কয়েকটি ড্রেস তার সামনে রেখে বলুন সে কোনটা বেছে নিতে চায়। এতে তার রাগ অনেকটাই কমবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct