এহসানুল হক,বসিরহাট,আপনজন: করোনা আবহে শরীরকে সুস্থ রাখতে এবং ফুটবলক আরো বেশি আকর্ষিত করে তুলতে দিবারাত্র ব্যাপী আট দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট শুরু হল বসিরহাটের রাজেন্দ্রপুর পঞ্চায়েত সংলগ্ণ মাঠে। রাজেন্দ্রপুর পঞ্চায়েত যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। বিকেলে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এবং সেনাপ্রধান তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে টুর্নামেন্টের সূচনা হয়।
টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সমীর বাছাড় সহ একাধিক নেতৃত্ব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট উত্তর বিধানসভা বিধায়ক রফিকুল ইসলাম, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ দপ্তরের ডাইরেক্টর এটিএম আব্দুল্লাহ রনী, রাজেন্দ্রপুর পঞ্চায়েত প্রধান, মাটিয়া শ্রীনগর পঞ্চায়েতের প্রধান মোস্তাক আহমেদ, নারী উন্নয়ন শিক্ষা দপ্তর কর্মদক্ষ রেহেনা খাতুন সহ বিশিষ্টজনেরা। এদিন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সমীর বাছার বলেন, করোনার আবহে প্রায় দুই বছর বন্ধ ছিল বিভিন্ন অনুষ্ঠান মানুষকে আনন্দ দিতে এবং মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে এই প্রয়াস। আমরা সব সময় মানুষের সাথে থাকি মানুষের পাশে থাকি। এদিন দূর-দূরান্ত থেকে বহু মানুষ সমবেত হয় এই খেলা দেখতে।
প্রথম খেলা নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে না পারায় ট্রাইবেকারে খেলার নিষ্পত্তি হয়। খেলাকে ঘিরে ফুটবল প্রেমীদের উপস্থিতি ছিল যথেষ্ট।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct