আপনজন ডেস্ক: আফগানিস্তানে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত ওয়াং ইউ গতকাল কাবুলে তালিবানের বিচার মন্ত্রণালয়ের জন্য একটি মসজিদ এবং দু’টি কূপ নির্মাণের জন্য চিন-অর্থায়নকৃত প্রকল্পের উদ্বোধন করেছেন। ওই সময় ওয়াং ইউ বলেছেন- দুই দেশ পাহাড় ও নদী দ্বারা সংযুক্ত অত্যন্ত ঘনিষ্ঠ প্রতিবেশী। দুই দেশের জনগণ দীর্ঘ মেয়াদী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করে। চীনা রাষ্ট্রদূত আরো বলেছেন, চীন ‘আফগানিস্তানে শান্তি, প্রগতি, সমৃদ্ধি এবং ভালো-প্রতিবেশীত্বের প্রাথমিক উপলব্ধির জন্য আন্তরিকভাবে প্রত্যাশা করে এবং সেই বিষয়গুলো প্রচার করে।’ তালিবানের মুখপাত্রদের প্রধান জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, ইসলামি রাষ্ট্র আফগানিস্তানে সাহায্য পাঠানোর জন্য চীনকে ধন্যবাদ। প্রতিবেশী দেশের সাথে বিশ্বস্ত সম্পর্ক রাখতে চাই আমরা। তিনি আরো বলেছেন, তালিবান প্রশাসন চিনা কূটনীতিক এবং বিনিয়োগকারীদের নিরাপত্তা দিতে দৃঢ় প্রতিজ্ঞ। অন্যদিকে আফগানিস্তান পরিচালনার ক্ষেত্রে নিজেদের বাছাইকৃত নেতা দিয়ে সরকারগঠন ও শাসননীতি ঠিক করা গোষ্ঠী তালিবান এখন তাদের বৈধতা আদায়ের জন্য চিনের দ্বারস্থ হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct