ওয়ারিশ লস্কর,মগরাহাট,আপনজন: রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় আশা কর্মীদের বিক্ষোভের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আশা কর্মীরা বিক্ষোভ দেখান মঙ্গলবার। সেইসঙ্গে বিএমওএইচের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়।
মগরাহাট দু নম্বর ব্লকে ২৪০ জন আশা কর্মী আছেন। এক আশা কর্মী বলেন, দীর্ঘ করোনা মহামারি পরিস্থিতিতে এই রাজ্যের সমস্ত আশাকর্মীরা জীবন বাজি রেখে কোভিড মোকাবিলা, পোলিও প্রতিষেধক ঝড়-বৃষ্টিকে উপেক্ষা না করে জনগণের উদ্দেশ্যে সেবা প্রদান করে এসেছে। সামান্য বেতনে দীর্ঘ সময় কাজ করে থাকি একের পর এক কাজ চাপিয়ে দিচ্ছে। অথচ ছমাসের বকেয়া বেতন পড়ে রয়েছে। আমাদের দাবি ২১ হাজার টাকা বেতন দিতে হবে এবং সরকারি স্বীকৃতি দিতে হবে। এছাড়াও আরও নানাবিধ দাবি নিয়ে আমা কর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct