অমরজিৎ সিংহ রায়,বালুরঘাট,আপনজন: ‘যামিনী রায়’ ও ‘শিশু মিত্র’ পুরস্কার প্রদানের জন্য বাছাই করা বিদ্যালয়গুলিতে শুরু হতে চলেছে পরিদর্শন। ‘যামিনী রায়’ এর জন্য ইউনিসেফ ও ‘শিশু মিত্র’ পুরস্কারের জন্য স্টেট-এর টিম শীঘ্রই বিদ্যালয়গুলিতে পরিদর্শন করতে চলেছেন। দক্ষিণ দিনাজপুর জেলা শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে জেলার ২১ টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর মধ্যে থেকে তিনটি মাধ্যমিক ও তিনটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কে শিশু মিত্র পুরস্কার জন্য বেছে নেওয়া হয়েছে। অন্যদিকে, ‘যামিনী রায়’ পুরস্কারের জন্য জেলার সাতটি বিদ্যালয় এর মধ্যে একটি মাধ্যমিক ও একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কে বেছে নেওয়া হয়েছে। জেলা শিক্ষা দপ্তরের তরফে বেছে নেওয়া ওই সমস্ত বিদ্যালয়গুলিতে এবার যামিনী রায় পুরস্কার এর জন্য পরিদর্শন করবেন ইউনিসেফের টিম অন্যদিকে শিশু মিত্র পুরস্কার এর জন্য বিদ্যালয়গুলিতে পরিদর্শনে যাবেন রাজ্য শিক্ষা দপ্তর কর্তৃক প্রেরিত দল। ‘শিশু মিত্র’ পুরস্কারের জন্য প্রাপ্ত অর্থমূল্য ২৫০০০ টাকা অন্যদিকে ‘যামিনী রায়’ পুরস্কারের অর্থমূল্য ৫০০০০ টাকা।
শিক্ষা দপ্তরের এক আধিকারিক জানান,
স্কুলগুলির পরিষ্কার পরিচ্ছন্নতা, শিশুবান্ধব পরিবেশ, মিড-ডে মিল কর্মসূচি, তার জন্য পুষ্টি, পরিষ্কার ও আধুনিক শৌচাগার, বাড়ি বাড়ি গিয়ে শিশুদের স্কুলমুখী করার চেষ্টা এবং স্বাস্থ্য সচেতনতা পঠন-পাঠনের মান-সহ একাধিক বিষয়ে বিচার করে স্কুলগুলিকে নির্বাচন করে ইউনিসেফ।
তবে যে সমস্ত বিদ্যালয় গুলি এর আগে ‘নির্মল বিদ্যালয়’ পুরস্কার পেয়েছে সেই সমস্ত বিদ্যালয়গুলোকে শিশু মিত্র পুরস্কার এর জন্য এবং যে সমস্ত বিদ্যালয়গুলি শিশু মিত্র পুরস্কার পেয়েছে সেই সমস্ত বিদ্যালয় গুলোর মধ্যে থেকে ‘যামিনী রায়’ পুরস্কারের জন্য বিদ্যালয়গুলোকে বেছে নেওয়া হয় সব দিক খতিয়ে দেখে।
এবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা শিক্ষা আধিকারিক (সর্বশিক্ষা মিশন ও সমগ্র শিক্ষা মিশন) বিমল কৃষ্ণ গায়েন জানান, আগামী ১৬, ১৭, ১৮ ডিসেম্বর বিদ্যালয়গুলিতে পরিদর্শন শুরু হচ্ছে। ‘শিশু মিত্র’ পুরস্কার এর জন্য আমরা দুটো করে টিম ২ দিন করে পাঠিয়ে ছিলাম। সেখানে ২১ টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে থেকে ৬ টি বিদ্যালয় কে বেছে নেয়া হয়েছে। সেই ৬ টি বিদ্যালয় পরিদর্শনের পর একটি করে বিদ্যালয় কে বেছে নেবেন রাজ্য থেকে আগত পরিদর্শকেরা। একইভাবে ‘যামিনী রায়’ পুরস্কারের জন্য আমরা প্রাথমিকভাবে সাতটি স্কুল পরিদর্শন করে একটি মাধ্যমিক ও একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বেছে নিয়েছি । ইউনিসেফের টিম সেই বিদ্যালয়গুলিতে পরিদর্শনে যাবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct