ওয়াসিফা লস্কর,উস্তি,আপনজন: ১০০ দিনের কাজের টাকা, পি এম এ ওয়াই প্রকল্পের গরীব মানুষদের ঘর তৈরি ও রাস্তা ঢালাইয়ের টাকা প্রধানের আত্মীয়দের একাউন্টের মাধ্যমে টাকা চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত মগরাহাট ১ নং ব্লকের উত্তর কুসুম পঞ্চায়েত প্রধান কুতুবউদ্দিন লস্করের হাতে।এমনটাই অভিযোগ উত্তর কুসুম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্যদের।
দীর্ঘদিন মগরাহাট ১ নং ব্লকের উত্তর কুসুম পঞ্চায়েত প্রধান কুতুব উদ্দিন লস্কের বিরুদ্ধে নানান দুর্নীতির অভিযোগ তুলে আসছে এলাকার মানুষ। এবার তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেসের উত্তর কুসুম পঞ্চায়েতের সদস্য ও মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা। উত্তর কুসুম পঞ্চায়েতে এলাকার অনেক গরীব মানুষ এন আর জি এস প্রকল্পের জব কার্ড হোল্ডলরা কাজ করে টাকা , প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা সহ বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করছে পঞ্চায়েত প্রধান কুতুবউদ্দিন লস্কর। উত্তর কুসুম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার মানুষের অভিযোগ ১০০ দিনের কাজ করেও বার বার পঞ্চায়েত অফিসে গিয়ে টাকা পাই না, টাকা চাইলে প্রধান হুমকি দেয় গরীব মানুষ ওই টাকা দিয়ে সংসার চালাই তা ও পাই না আমাদের সংসার কী করে চলবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের নাম এসেছে সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পর সেই টাকা পাওয়া যায়নি বহু বার হেঁটে শেষে কম্পিউটার থেকে তথ্য তুলে দেখছি ১ লক্ষ্যে ২০ হাজার টাকা যেটা এসেছিলো তা তুলে নিয়েছে, উত্তর কুসুম পঞ্চায়েতর ১৫২- ১৫৩ বুথের বর্তমান সদস্য জানান, এই দুই বুথে ২০১৭ -১৮ সালে যাদের নামে ১ লক্ষ ২০ হাজার টাকা করে এসেছিলো তাদের মধ্যে ৮ জনের টাকা সম্পূর্ণ এবং ১২ জনের টাকা হাফ প্রধান আত্মীয়দের একাউন্টের মাধ্যমে তুলে নিয়েছে। এলাকায় অনেক ঢালাই রাস্তা আছে সেই রাস্তায় আবার নতুন করে ঢালাই ফেলার নাম করে টেন্ডার ডেকে সেই টাকা সম্পূর্ণ তুলে নিয়েছে।
উত্তর কুসুম পঞ্চায়েত প্রধান কুতুবউদ্দিন লস্কর জানান, আমার নামে সমস্ত অভিযোগ ভিত্তিহীন। বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা বহুবার বলেছে এলাকার কাজের কমিশনের টাকা দিতে কিন্তু আমরা তা না শুনে এলাকার উন্নয়নের কাজ করতে চাই এই পঞ্চায়েতে ২১ জন সদস্য আছপ তার মধ্যে ১৪ জন আমরা একসঙ্গে আছি বাকী ৭ জনকে বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা সঙ্গে নিয়ে নানান অভিযোগ তুলছে। আমরা উপর নেতৃত্বকে জানিয়েছি তারা যেমন নির্দেশ দেবে তেমন চলবো। মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা জানান, প্রধান কুতুবউদ্দিন লস্কর দলের কোন নির্দেশমতো চলেন না ও কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে নানান দূর্নীতি করে চলছেন। ওর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয়েছে বিভিন্ন জায়গায়। এমন কী উস্তি থানায় কেস করা হয়েছে। শীর্ষ নেতৃত্বেকে বিষয়টি জাাননো জানানো হয়েছে। তারা যা নির্দেশ দেবেন তা মেনে এগিয়ে চলা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct