আপনজন ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুলের উস্কুদার পাড়ায় নিয়াজী টপরাক নামের একজন রৌদ্রোজ্জ্বল বিকেলে বেঞ্চে বসে পত্রিকা পড়ছিলেন। তিনি আসলে তাজা রুটির জন্য অপেক্ষা করছেন। তার কাছাকাছি কিয়স্কে কম দামের রুটির দোকানে অনেকেই লাইনে দাঁড়িয়েছেন। ইস্তাম্বুল হাল্ক একমেক বা পাবলিক ব্রেড ভর্তুকি দিয়ে একটি ২৫০ গ্রামের রুটি বিক্রি করছে এক দশমিক ২৫ লিরায়। যা অন্যান্য দোকানে বিক্রি হয় দুই দশমিক ৫০ লিরায়। দামের পার্থক্য সবার কাছেই স্পষ্ট। তাই প্রতিদিন শত শত মানুষ টাকা বাঁচাতে এসব দোকানে সারিবদ্ধভাবে দাঁড়ায়। ৭১ বছর বয়সী টপরাক বলেন, 'খাবার থেকে শুরু করে রুটি, জামা থেকে শুরু করে মোজা সব কিছুই অনেক ব্যয়বহুল। আমি কর্মস্থল থেকে পাঁচ বছর আগে অবসর নিয়েছি। সম্প্রতি অর্থের অভাবে আমি সন্তানদের নিয়ে অন্যত্র এসেছি। সামাজিক নিরাপত্তার আওতায় আমি মাসে আটশ লিরা পাই। বেঁচে থাকার জন্য এ অর্থ জন্য যথেষ্ট নয়। আমাদের পরিবারের সদস্য চারজন। বাড়ি ভাড়া বাবদ খরচ হয় দুই হাজার লিরা।' প্রত্যেক দিন দোকান থেকে চারটি পাউরুটি সংগ্রহ করেন তিনি। এমন সংকটময় সময়ে অর্থ বাঁচানো খুবই গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি। এ সব সমস্যার প্রধান কারণ তুর্কি মুদ্রার দরপতন। এর প্রভাব পড়েছে দেশটির বাজার ব্যবস্থায়। বেড়ে গেছে সব পণ্যের দাম। চলতি বছরের নভেম্বরে মার্কিন ডলারের বিপরীতে তুর্কি মুদ্রার দর কমেছে ৪৮ শতাংশ। একই মাসে তুরস্কের বার্ষিক মুদ্রাস্ফীতির হার এক লাফে দাঁড়িয়েছে ২১ দশমিক তিন শতাংশে। মুদ্রাস্ফীতির ফলে খাদ্য, বাসা ভাড়া ও বিদ্যুতের দাম বেড়েছে দেশটিতে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct