আপনজন ডেস্ক: গুগল অবশ্য এখন আর শুধুই একটি সার্চ ইঞ্জিন নয়, এক বিশাল প্রযুক্তি কোম্পানি। তবে সার্চ ইঞ্জিন হিসেবেই সবচেয়ে বেশি আস্থার এবং ব্যবহৃত গুগল। যখনই যা জানার প্রয়োজন পড়ছে গুগলে গিয়ে সার্চ করছেন। গুগল তাদের ব্যবহারকারীদের এই সার্চের ভিত্তিতে ‘ইয়ার ইন সার্চ' তালিকা প্রকাশ করে। ২০২১ এর ‘ইয়ার ইন সার্চ’তালিকা প্রকাশ করেছে সার্চ ইঞ্জিন গুগল। এবার ২০২০ এর মতো কোভিডের নানা বিষয় সার্চের পরিমাণ বেশি হলেও তালিকায় উঠে এসেছে আরও চমকপ্রদ সব জিনিস। তালিকায় দেখা যাচ্ছে এ বছর মূলত খেলাধুলাকে ঘিরেই বেশি সার্চ হয়েছে। সার্চ তালিকার শীর্ষ পাঁচের সবগুলোই খেলাধুলা বিষয়ক। অস্ট্রেলিয়া বনাম ভারত মেনস ওয়ার্ল্ড কাপ ক্রিকেট এবং একই টুর্নামেন্টে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে সার্চের কারণে খেলাধুলা সর্বোচ্চতে উঠে এসেছে। তারকা ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশিবার সার্চের তালিকায় আছেন হলিউড তারকা অভিনেতা অ্যালেক বল্ডউইন। ওয়েস্টার্ন সিনেমা ‘রাস্ট এর শুটিং চলাকালীন শুটিংয়ে ব্যবহৃত আগ্নেআস্ত্রের গুলিতে মারা যান সিনেমাটোগ্রাফার হেলিনা হাচিনস। তালিকায় তৃতীয় অবস্থানে আছে শাহরুখ পুত্র আরিয়ান খান। খেলাধুলা, বিনোদনে সরব থাকলেও বিশ্ববাসী যে খবর পড়তে এখনো আগ্রহ হারাননি তা সার্চের তালিকা দেখলেই বোঝা যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct