আপনজন ডেস্ক: এখনই উৎপাদন শুরু করতে পারছে না জাপানের বহুজাতিক গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান টয়োটা। সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে এক ঘোষণায় জানানো হয়েছে, আরও কিছুদিন জাপানের কিছু কারখানায় তাদের উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে। অনেকদিন ধরেই সাপ্লাই চেইন ইস্যুর কারণেবিভিন্ন কারখানায় উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে টয়োটা। বিশ্বের বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক এই প্রতিষ্ঠানটি বলেছে, দক্ষিণ পূর্ব এশিয়ায় করোনা ভাইরাস মহামারির কারণে তাদের উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। এভাবে উৎপাদনের সময় নষ্ট হলে এর প্রভাব পড়বে ল্যান্ড ক্রুজার এবং লেক্সাসের ওপর। কোম্পানি বলছে, সর্বশেষ উৎপাদন বন্ধের কারণে ডিসেম্বরে ১৪ হাজার গাড়ির উৎপাদন বাধাগ্রস্ত হয়েছে। টয়োটা জানিয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়ার করোনা সংক্রমণ নতুন করে ছড়িয়ে পড়তে শুরু করায় এবং জাপানের কঠোর বিধিনিষেধের কারণে সরবরাহকারীদের কম উপস্থিতি দেখা যাওয়ায় তারা উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। আগামী ৩১ মার্চের মধ্যে তারা বার্ষিক বৈশ্বিক উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরে রাখতে চায়। তারা বলছে, আমরা ৯০ লাখ ইউনিট বজায় রাখতে চাই, তবে আমরা পরিস্থিতির উপরও গভীর নজর রাখছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct