আপনজন ডেস্ক: টাইগ্রে বিদ্রোহীরা ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় লালিবালা শহর রোববার ফের দখল করে নিয়েছে। ইথিওপীয় বাহিনী শহরটির পুনঃনিয়ন্ত্রণ গ্রহণ করেছে এমন কথা জানানোর ১১ দিন পর বিদ্রোহীরা এটি ফের দখল করলো। স্থানীয় বাসিন্দারা একথা জানান। রোববার বিকেলে টেলিফোনে এক বাসিন্দা জানান, টাইগ্রে যোদ্ধারা শহরটির কেন্দ্রে অবস্থান নিলেও সেখানে কোনো যুদ্ধ হয়নি। আরেক সূত্র জানায়, তারা ফিরে এসেছে। তারা লালিবালা শহরের কেন্দ্রে অবস্থান করছে।
টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) পন্থী মিডিয়ার সাথে শেয়ার করা এক বিবৃতিতে টিপিএলএফ বিদ্রোহী গ্রুপের সামরিক নেতৃত্ব জানায়, তারা গশানা ও লালিবালা সংযোগ রাস্তাসহ আরো অনেক স্থানে ব্যাপক পাল্টা অভিযান শুরু করেছে।
সংঘাতপূর্ণ এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে এবং এসব এলাকায় সাংবাদিকদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করায় সঠিক তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে।
এ ব্যাপারে এএফপি’র পক্ষ থেকে জানতে চাইলে সরকার তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct