আপনজন ডেস্ক: করোনায় কাছের মানুষদের হারানো পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে তালিকা প্রকাশ করেছে গুজরাট সরকার। সেখানে গুজরাটের আগের হিসাবের চেয়ে দশ হাজার বেশি মানুষের মৃত্যু দেখানো হয়েছে। সুপ্রিম কোর্টে এই তালিকা উপস্থাপন করা হয়েছে। গুজরাট রাজ্য সরকারের দেওয়া নতুন তালিকায় দেশে করোনা মহামারিতে মৃত্যুর পরিমাণ দুই শতাংশ বেড়ে গেছে। এর আগে গুজরাট সরকার রাজ্যটিতে করোনায় ১০ হাজার ৯৮ জনের মৃত্যুর কথা জানায়। তবে এবারে তারা ১৯ হাজার ৯৬৪ জনের পরিবারকে করোনা ক্ষতিপূরণ প্রদান করেছে। সরকারি হিসেবে করোনায় সোমবার পর্যন্ত চার লাখ লাখ ৮৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। গুজরাট রাজ্য সরকার জানিয়েছে, করোনায় নিহতদের পরিবার প্রতি ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ পেতে তারা মোট ৩৪ হাজার ৬৭৮টি আবেদন পেয়েছে। এর মধ্যে ১৯ হাজার ৯৬৪টি পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct