আপনজন ডেস্ক: সন্তান ও পরিচাকরদের উচ্ছৃঙ্খল হয়ে ওঠার মূল কারণ হল, মহিলারা তাঁদের স্বামীদের মেনে চলা বন্ধ করে দিয়েছেন, এই প্রশ্নে বিরুদ্ধে সংসদে সরব হলেন সোনিয়া গান্ধি। সংসদে সোনিয়া সরব হওয়ার পর বিতর্কের মুখে পড়ে অবশেষে পিছু হঠে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। তারা বাধ্য হয়ে দশম শ্রেণির প্রথম টার্মের ইংরেজি পরীক্ষায় ‘মহিলা বিরোধী’ প্রশ্ন বাতিল করে দিল। আর জানিয়ে দিল পড়ুয়াদের ওই প্রশ্নে পুরো নম্বর দিয়ে দেওয়া হবে ।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর সিবিএসই বোর্ডে অধীনে থাকা স্কুলগুলিতে দশম শ্রেণির ইংরেজি পরীক্ষা ছিল। তাতে উল্লেখিত অনুচ্ছেদ পড়ে তারপর তা থেকে কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলা হয়। কিন্তু প্রশ্নের একাধিক বাক্য নিয়ে বিতর্ক শুরু হয়। একটি বাক্য ছিল, ‘মহিলাদের স্বাধীনতার ফলে সন্তানদের উপর অভিভাবকদের কর্তৃত্ব শেষ হয়ে গিয়েছে।’ অপর একটি বাক্যে বলা হয়েছিল, ‘শুধুমাত্র নিজের স্বামীর পথ অবলম্বন করে ছোটোদের থেকে আনুগত্য লাভ করতে পারবেন।’
সেই প্রশ্ন নিয়ে রীতিমতো বিতর্ক শুরু হয়। অভিযোগ ওঠে, মহিলাদের অসম্মান করা হয়েছে। বিষয়টি নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে তোপ দাগেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি। টুইটারে সেই বিতর্কিত প্রশ্নপত্র টুইট করে বলেন, ‘অবিশ্বাস্য! এই ধারায় আমাদের ছেলেমেয়েদের শিক্ষা দিচ্ছি? স্পষ্টতই মহিলাদের বিষয়ে এরকম পশ্চাত্গামী দৃষ্টিভঙ্গিগুলিকে সমর্থন করে বিজেপি, নাহলে কেন তা সিবিএসই পাঠ্যক্রমে যোগ করা হবে?’ একইসুরে রাহুল গান্ধী দাবি করেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এবং বিজেপি দেশের শিশুদের ভবিষ্যত্ প্রজন্ম নষ্ট করছে।
পুত্র কন্যার সরব হওযার পাশাপাশি মা সোনিয়া গান্ধিও সোচ্চার হন। আর তার জন্য হাতিয়ার করে তোলেন চলতি সংসদের শীতকালীন অধিবেশন।
সংসদে হাজির হয়ে সোনিয়া গান্ধী বলেন, ‘এই অনুচ্ছেদে ভয়ংকর মন্তব্য আছে। যেমন - মহিলারা স্বাধীনতা পাওয়াই হল বিভিন্ন ধরনের সামাজিক এবং পারিবারিক সমস্যার মূল কারণ।’ সেই সময় কংগ্রেস সাংসদরা বিজেপির উদ্দেশে ‘লজ্জা, লজ্জা’ বলতে থাকেন। তারই মধ্যে সোনিয়া বলেন, ‘(অনুচ্ছেদে বলা আছে যে) সন্তান এবং পরিচারকদের উচ্ছৃঙ্খল হয়ে ওঠার মূল কারণ হল, মহিলারা তাঁদের স্বামীদের মেনে চলা বন্ধ করে দিয়েছেন।’ ভবিষ্যতে যাতে কখনও এরকম প্রশ্ন না হয়, সেই দাবিও জানান সোনিয়া। যদিও, সিবিএসই বোর্ড বিতর্ক আরও জোরদার হতে পারে আঁচ করে প্রশ্নের জন্য পুরো নম্বর দেওয়ার ঘোষণা করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct