আপনজন ডেস্ক: গোয়া সফরে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বলেন, বিজেপির একটা কথাই বলে থাকেন যে তারা একাই হিন্দু। আর বাকিরা আকাশ থেকে পড়ে গেছে। কিন্তু হিন্দু হওয়া মূলত বলিদানের বিষয়।
দক্ষিণ গোয়ায় এক দলীয় সমাবেশে বক্তব্য রাখছিলেন মমমতা। সেই সভায় তিনি শাসক দল বিজেপির বিরুদ্ধে বাংলাদেশ ও রাজস্থানের সহিংসতার ভুয়া ভিডিও ব্যবহারের অভিযোগ করেন।
তিনি বলেন, ‘বিজেপির একটাই আখ্যান। তারা একাই হিন্দু এবং আমরা সবাই আকাশ থেকে এসে রাস্তায় পড়ে আছি। যাদের হৃদয় বড় তারা হিন্দু। যার মানবতা আছে, যার মধ্যে মানবতাবোধ আছে তিনি একজন হিন্দু। আমি একটি হিন্দু বাড়িতে জন্মগ্রহণ করেছি। কিন্তু আমার বাবা এবং মা কখনও বলেননি যে আপনি হিন্দু হওয়ায় মুসলিম বা খ্রিস্টান বা শিখদের পছন্দ করা উচিত নয়। কখনই না।’ তৃণমূল সুপ্রিমো আরও বলেন, ‘বিজেপি শোনো, ত্যাগী (বলিদান) কা নাম হ্যায় হিন্দু, ইমান (বিশ্বাস) কা নাম হ্যায় মুসলমান, প্যার কা নাম হ্যায় ইসাই এবং শিখরা বলিদান করেন, এটাই আমাদের সুন্দর ভারত। এটা বুঝুন। আমাদের পরিবার এরকম।’
বাংলার মুখ্যমন্ত্রী আরও বলেন, বিজেপি পশ্চিমবঙ্গের সহিংসতা নিয়ে তার সরকারকে নিশানা করে ভুয়ো তথ্য ব্যবহার করছে। এ প্রসঙ্গে তিনি ভুয়ো ভিডিয়োর কথা তুলে ধরেন। মমতা বলেন, ‘তারা বাংলাদেশের ভিডিও দেখাচ্ছে এবং বলছে ভিডিওটি বাংলার। কোনও সহিংসতা হয়নি। তারা মিথ্যাবাদী। মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন। তারা রাজস্থান থেকে কিছু ভিডিও তোলে এবং বলে যে এটি বাংলার। বিজেপি একটি ফেক পার্টি। এটা একটা ফেকু পার্টি। তারা ভুল কাজ করে এবং ভুল কথা বলে।’
অন্যদিকে, গোয়া পা রেখে প্রথমে গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেন মমতা। তারপর স্থানীয় সংবাদপত্রের সম্পাদকের সঙ্গে বৈঠক করেন।
তবে, বেনাউলিমে মমতা বলেন, আমি ভোট বিভাজন করতে আসিনি। মুখ্যমন্ত্রী হতে আসিনি। গোয়ার লোককে সামনে রেখেই কাজ করব। অভিজ্ঞতা দিয়ে সাহায্য করব। যদিও এদিনই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে গোয়ার এনসিপি বিধায়ক চার্চিল আলেমাও তৃণমূল কংগ্রেসে যোগ দেন।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, বিজেপির একমাত্র বিকল্প তৃণমূল। আমরা লড়াই করব, কিন্তু মাথা নোয়াব না’। মমতা দাবি করেন, ‘বাংলা এখন দেশের এক নম্বর রাজ্য। বাংলায় ৪৭ শতাংশ বেকারত্ব কমেছে। স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবা বিনামূল্যে পাওয়া যায়। ঘরে ঘরে রেশন পৌঁছয়। সরাসরি ধান কিনে নেয় সরকার। গোয়ায় তৃণমূল জিতলে সেই ধরনের উন্নয়ন হবে।
তবে, এদিন কংগ্রেসের নাম না করেও বার্তা দিয়ে মমতা বলেন, ভেবেছিলাম, কেউ না কেউ লড়াই করবে। তারপর দেখলাম, কেউ কিছু করছে না। বিজেপির সঙ্গে কেউ লড়াই করে না। তাই এসো আমাদের সঙ্গে কাজ করো। কোনও অসুবিধা নেই। কিন্তু আমরা লড়ব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct