আপনজন ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের গতিবিধি অনুসরণে পাইলট প্রজেক্টের আওতায় খুব শিগগিরই নতুন প্রযুক্তি ব্যবহারের পদক্ষেপ নিতে চলেছে দক্ষিণ কোরিয়া। মানুষের ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষার বিষয়টি নিয়ে উদ্বেগের মধ্যেও দেশটি কৃত্রিম বুদ্ধিমত্তা, চেহারা শনাক্তকরণ (ফেসিয়াল রিকগনিশন) এবং হাজার হাজার সিসি ক্যামেরা ব্যবহার করে রোগীদের গতিবিধি অনুসরণ করবে। সিউলে অবস্থিত অন্যতম জনবহুল শহর বুশানে এই নজরদারি করা হবে।
জাতীয়ভাবে অর্থায়ন করা এই পাইলট প্রজেক্টের কাজ জানুয়ারিতে শুরু হবে বলে জানিয়েছেন সেখানকার এক কর্মকর্তা। নতুন এই ব্যবস্থায় ১০,৮২০টির বেশি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করা হবে। এর মাধ্যমে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির গতিবিধি অনুসরণের পাশাপাশি তাদের সংস্পর্শে আসা মানুষদেরকে শনাক্ত করা হবে। তারা মাস্ক পরেছেন কি না তাও লক্ষ্য করা হবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে এ সংক্রান্ত ১১০ পাতার একটি পরিকল্পনা দিয়েছে বুশান কর্তৃপক্ষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct