আপনজন ডেস্ক: ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের আগে বিশ্রাম নিতে চাইছে না তৃণমূল কংগ্রেস। তারা ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে বিজেপিকে সাফ করে দিয়েই বিশ্রাম নেওয়ার কথা জানালেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সুস্মিতা দেব। তিনি বলেন, 'ভোট পরবর্তী পর্যালোচনা এর আগেও করেছেন ত্রিপুরার প্রদেশ তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক সুবল ভৌমিক। এছাড়া সদ্য শেষ হওয়া পৌর এবং নগর সংস্থার ভোটে যারা প্রার্থী হয়েছিলেন তাদের ডেকে নিজের এলাকার সাংগঠনিক অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হয়েছে।'
সভা শেষে নেত্রী সুস্মিতার অনুরোধ, 'আপনারা দলের যুব সমাজকে শক্তিশালী করার দিকে মন দিন। যতদিন না দলের যুব সমাজ শক্তিশালী হবে, ততদিন পর্যন্ত ফল পাওয়া মুশকিল। এক সময় শাসক দল বিজেপি প্রচার চালিয়েছিল প্রার্থী খুঁজে পাবে না তৃণমূল কংগ্রেস। এই অবস্থা থেকে ১২০টি আসনে এ বছর প্রতিদ্বন্দ্বিতা করেছে তৃণমূল। ভোটের ফলাফলে যদি কেউ ভয় পেয়ে থাকে তবে সেটা অবশ্যই বিজেপি পায়।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct