নায়ীমুল হক,কলকাতা,আপনজন: গতানুগতিক ধারণার বাইরে গিয়ে টিচিং-লার্নিং প্রসেসকে আরো বেশি কার্যকর ও সক্রিয় করে তোলার ভাবনায় সম্প্রতি বিশেষ আলাপচারিতার এক আয়োজন হয়ে গেল। এতে অংশ নিয়েছিলেন সরকারি বেসরকারি বিভিন্ন বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষকেরা। বিশিষ্ট প্রশাসক অবসরপ্রাপ্ত আইএএস শেখ নুরুল হকের ঐকান্তিক প্রচেষ্টায় জিডি স্টাডি সার্কেল এবং স্যান্ডফোর্ড অ্যাকাডেমির যৌথ উদ্যোগে শুক্রবার এই আলাপচারিতার আয়োজন করা হয় কলকাতার নিউটাউনে স্যান্ডফোর্ড অ্যাকাডেমির প্রধান কার্যালয়ে। এই আলাপচারিতায় ভাগ নিয়েছিলেন মূলত পদার্থবিজ্ঞান এবং গণিতের শিক্ষকেরা। আলোচনায় বারবার উঠে আসে ছাত্র-ছাত্রীর সঠিক কনসেপ্ট ডেভলপমেন্ট-এর কথা।
যে কোনো বিষয়কে অনুধাবন করতে বিশেষ করে বিজ্ঞানের মতো বিষয়ে জটিলতার মধ্যে প্রবেশ করতে বা গাণিতিক সমস্যা সমাধানের জন্য এই ভিত মজবুত খুবই প্রয়োজন। যার অভাবে অনেক উজ্জ্বল ছাত্র-ছাত্রী একটু উঁচু ক্লাসে উঠে পড়াশুনায় গতি হারিয়ে ফেলে, আনন্দময় করে তুলতে পারে না। আর যার ফলশ্রুতিতে তাদের উন্নতির স্বাভাবিক পথ রুদ্ধ হয়ে যায়। এই অবস্থা থেকে কী করে উত্তোরন ঘটতে পারে, সেই রাস্তা দেখানোর জন্য উপস্থিত অভিজ্ঞ শিক্ষকদের নিকট আবেদন জানান জনাব নুরুল হক। সাউথ পয়েন্ট হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রশান্ত কুমার বসু, আব্দুল হালিম শেখ, গৌরাঙ্গ সরখেল, পলাশ ঘোষ শেখ নাসিম প্রমূখ শিক্ষকেরা সঠিক পদ্ধতিতে নির্ভুল পড়ানো কিভাবে যায় তার প্রতি জোর দেওয়ার কথা বলেন।
এদিন আলাপচারিতায় উপস্থিত ছিলেন বিশিষ্ট পদার্থবিদ অধ্যাপক শুভাশিস মুখোপাধ্যায়।
এদিন আলাপচারিতার সঞ্চালক ছিলেন শিক্ষক নায়ীমুল হক। সামগ্রিকভাবে ব্যবস্থাপনায় ছিলেন পান্থ মল্লিক ও সাবির হোসেন।
বর্ধমান এবং বাঁকুড়ায় দুটি ভিন্ন ভিন্ন কর্মশালার আয়োজন হতে চলেছে বলে জানান স্যান্ডফোর্ড অ্যাকাডেমির ম্যানেজিং ডাইরেক্টর শেখ জসিম উদ্দিন মন্ডল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct