মোল্লা মুয়াজ ইসলাম,বর্ধমান,আপনজন: মেমারি দু’নম্বর ব্লকের সাতগেছিয়া স্পোটিং ক্লাব ময়দানে শুরু হলো জেলা বইমেলা। ১২ডিসেম্বর থেকে ১৮ডিসেম্বর পর্যন্ত এই বই মেলা চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী জনাব সিদ্দিকুল্লা চৌধুরী, রাজ্যে ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ, কারাগার মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, জামালপুর এর বিধায়ক অলোক মাঝি, তপন চ্যাটার্জি, জেলাশাসক প্রিয়ঙ্কা শিংলা, মেমারি দু’নম্বর বিডিও সৈকত মাঝি, মেমারি দু’নম্বর পঞ্চায়েত সমিতি ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির প্রশাসনিক আধিকারিক সহ আরো অনেকে।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন বাংলার সংস্কৃতি বই এর উপর নির্ভরশীল। বাংলার অনেক জন নোবেল পেয়েছে বই ঘেটে কম্পিউটার ঘেঁটে নয়। গ্রন্থাগার গুলি থেকে প্রয়োজনীয় বই সাপ্লাই করে কোচিং সেন্টার খুলে ডব্লুবিসিএস তৈরী করার ব্যবস্থা করা হবে। এই বই মেলায় অনেক বিশিষ্ট জন ছাড়াও অসংখ্য দর্শক উপস্থিত ছিলেন। সমস্ত অতিথিরা বই এর উপর গুরুত্ব দিতে আহ্ববান জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct