এহসানুল হক,বসিরহাট,আপনজন: দীর্ঘ প্রায় দেড় বছর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানতে হলো সিলিকোসিসে আক্রান্ত নাসির মোল্লা কে।
২০১১ শালে রুজির টানে সুদূর জামুড়িয়ায় পাথর খাদানে কাজ করতে গিয়েছিল মিনাখাঁর গোয়ালদহ গ্রামের নাসির মোল্লা (৩৩)। পাথর খাদানে কাজ করতে করতে পাথরের গুঁড়ো শ্বাস-প্রশ্বাসের সঙ্গে শরীরের ভেতরে ঢুকে ফুসফুসে আক্রান্ত হয়ে বাড়িতে ফিরে আসে বছর তেত্রিশের এর ওই যুবক নাসির। তারপর আস্তে আস্তে বাড়তে থাকে শ্বাসকষ্ট। গত দেড় বছর ধরে শ্বাসকষ্ট আরও জটিল হতে শুরু করে। অক্সিজেন কে সঙ্গী করে শ্বাসকষ্টের বিরুদ্ধে জীবনে বেঁচে থাকার লড়াই শুরু করে নাসির। শেষ পর্যন্ত আস্তে আস্তে ঢলে পড়ে মৃত্যুর কোলে। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার শ্বাসকষ্ট বাড়াবাড়ি হওয়ায় বাড়ির লোকেরা তাকে মিনাখা গ্রামীণ হাসপাতালে ভর্তি করলে শনিবার গভীর রাতে মারা যায় নাসির। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। গত প্রায় ছয় বছরে গোয়ালদহ গ্রামে এই সিলিকোসিস আক্রান্ত হয়ে মৃত্যু হয় একুশ জন শ্রমিকের। স্বামীর মৃত্যুর পর ছোট ছোট তিনটে বাচ্চাকে নিয়ে কিভাবে দিন কাটাবে তা নিয়ে চরম দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছে নিলুফা বিবি । মৃত নাসির মোল্লার স্ত্রী নিলুফা বিবি বলেন,’কোনরকমে স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে বেঁচে আছি, জানিনা এবার ছোট ছোট তিনটে বাচ্চাকে নিয়ে কিভাবে বাঁচব, আত্মহত্যা ছাড়া আর কোন উপায় থাকবেনা। তবে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে মৃত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মিনাখাঁ বিধানসভার বিধায়িকা ঊষা রানী মন্ডল। তিনি বলেন,’আমি বিধায়ক তহবিল থেকে মৃত পরিবারকে কিছু সাহায্য করব।
আগামী দিনে যাতে ওই গৃহবধু তার বাচ্চাদের নিয়ে সঠিকভাবে বাঁচতে পারে তার ব্যবস্থা করব’।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct