আপনজন ডেস্ক: দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস ও মোহতামিম মাওলানা মুফতি আবুল কাসিম নোমানি সৌদি আরব সরকারের তবলিগি জামাতের বিরুদ্ধে প্রচারণার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এ বিষয়ে তিনি বলেছেন, মতপার্থক্য থাকা সত্ত্বেও জামায়াত তার লক্ষ্যে কাজ করছে। তবলিগি জামাতের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ অর্থহীন ও ভিত্তিহীন। সৌদি আরবের উচিত এই ধরনের প্রচারণা থেকে বিরত থাকা।
উল্লেখ্য, সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী ডক্টর আব্দুল লতিফ আলে শায়খের নির্দেশে তবলিগ জামাতের বিরুদ্ধে জুমার খুতবা দিতে প্রজ্ঞাপন জারি করা হয়। পাশাপাশি তবলিগি জামাত সন্ত্রাসবাদের অন্যতম দরজা বলে বিবৃতি দেওয়া হয়।
সৌদি আরবের এই বিবৃতির বিরুদ্ধে সরব হয় দেশের অন্যতম শীর্ষ ইসলামি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান উত্তরপ্রদেশের দারুল উলুম দেওবন্দ। আজ রোববার উত্তরপ্রদেশের দারুল উলুম দেওবন্দ সৌদি আরবে তবলিগের বিরুদ্ধে জুমার খুতবা দিতে বিজ্ঞপ্তি জারির চরম নিন্দা জানিয়ে এক বার্তা প্রকাশ করেছে। দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটে মুহতামিম আল্লামা মুফতি আবুল কাসেম নোমানীর স্বাক্ষর যুক্ত বিবৃতিতে বলা হয়েছে, ‘সৌদি আরব যেন নিজেদের সিদ্ধান্তের উপর দ্বিতীয়বার দৃষ্টি দেয় ও তবলিগের বিরুদ্ধে এমন জঘন্য অপবাদ থেকে বিরত থাকে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘হজরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস রহ. দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দী রহ. এর ছাত্র ছিলেন। যার প্রতিষ্ঠিত এ তবলিগ জামাত আকাবিরদের ইখলাস ও চেষ্টা-প্রচেষ্টার কারণে অনেক উপকার বয়ে এনেছে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ছোটো-খাটো কিছু বিষয়ে মতানৈক্য থাকলেও তবলিগ জামাত নিজের মিশনে কাজ করে যাচ্ছে। কম-বেশি পুরো বিশ্বেই এ কাজ চালু রয়েছে। এদতসত্ত্বেও তবলিগের পুরো মেহনতের উপর শিরক ও বিদআতের অপবাদ চরম নিন্দনীয় ও বেমানান। দারুল উলুম দেওবন্দ এর তীব্র নিন্দা জানাচ্ছে।’
এর আগে সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী ডক্টর আব্দুল লতিফ আলে শায়খের নির্দেশে জুমার খুতবা তাবলিগ জামাতের বিরুদ্ধে দিতে প্রজ্ঞাপন জারী করা হয়। মন্ত্রণালয় থেকে লিখিত আরবি খুতবায় তাবলিগের নিন্দা করা হয়েছে। পাশাপাশি এ জামাতের ওপর দেওয়া হয়েছে ভিত্তিহীন কিছু অভিযোগ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct