ক্ষুদিরামের সংগ্রাম
জৈদুল সেখ
____________
আমার মৃত্যু আমার সংগ্রামের সমান!
জল্লাদের কালো দড়িতে দিয়েছি তার প্রমাণ।
আমি কখনোই মেনে নিতে পারিনি শোষক দেশের শাসক হোক,
আমি কখনোই মেনে নিতে পারিনি
শিক্ষার জন্য ভিক্ষার থালা হাতে মা,বোনেদের ইজ্জত লুট হয়ে যাক !
আমার বাংলা, আমার ভারত, আমার দেশ
আর আমরাই বঞ্চিত, ক্ষুদার্ত , অবহেলিত, অপমানিত!
আমরা কী অশিক্ষিত পশু? ওদের পশ্য দাস?
না, কক্ষনো শাসনের নামে শোষণ মেনে নিতে পারব না।
চাষীরা না খেয়ে জ্বলন্ত রোদে রক্ত পুড়িয়ে, ঘাম ঝরিয়ে চাষ করবে
তারাই আবার ভুখা পেটে দাসত্ব করবে?
এই আমার দেশ, এই আমার শাসক?
আমার শরীরের শেষ রক্তবিন্দু থাকতে এ মেনে নিতে পারব না,
কক্ষনো না...
আমার মায়ের আঁচলে মৃত্যুকে দিয়ে এসেছি বিদায়
একদিনের না আজীবন কালের জন্য ...
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct