আপনজন ডেস্ক: যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে প্রবল ঘূর্ণিঝড়ে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে এই ঝড় আঘাত হানে বলে ওই অঙ্গরাজ্যের গভর্নর অ্যানডি বেশেয়ার জানিয়েছেন। বিবিসি, সিএনএনসহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর নিশ্চিত করেছে।
মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গভর্নর। ঘূর্ণিঝড়ে এর আগে এই অঙ্গরাজ্যে এত মানুষ মারা যায়নি বলেও জানান গভর্নর অ্যান্ডি বেশেয়ার। রাজ্যের মেফিল্ড শহরের একটি ক্যান্ডেল ফ্যাক্টরিতে বহু হতাহতের খবর পাওয়া গেছে। ইলিনয়ের একটি অ্যামাজন গুদামে একজনসহ অন্যান্য রাজ্যে টর্নেডোর আঘাতে কমপক্ষে পাঁচ জন মারা গেছেন। কেন্টাকিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর বেশেয়ার। তিনি বলেন, ‘এই টর্নেডো এ অঙ্গরাজ্যে এ যাবৎকালের সবচেয়ে বেশি প্রাণঘাতী।’ তিনি বলেন, ‘মেফিল্ড শহরের চারিদিকে ৩৬৫ কিলোমিটার এলাকা জুড়ে (যা প্রায় পুরো কেন্টাকি অঙ্গরাজ্য) সব লণ্ডভণ্ড হয়ে গেছে। এক কথায় এটা অবর্নণীয়, এ রকম খারাপ পরিস্থিতি আমি জীবনে কখনো দেখিনি।’
গভর্নর বলেন, ‘শিল্প প্রতিষ্ঠান ভবন, ছাদ ও গাছের কিছু অংশ ভাগ্যক্রমে দাঁড়িয়ে আছে, বেশির ভাগেই গুড়িয়ে গেছে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct