সাদ্দাম হোসেন মিদ্দে,ভাঙড়,আপনজন: গুরুত্বপূর্ণ রাস্তার দুইধার দখল করে অবৈধভাবে রাখা ইমারতি সামগ্রীর বিরুদ্ধে অভিযানে নামল পুলিশ। শনিবার অভিযান চালিয়ে শিখরপুর- ভোজেরহাট রাস্তার ভগবানপুর এলাকা থেকে পাথর বাজেয়াপ্ত করে কাশিপুর থানার পুলিশ। এদিন বারুইপুর পুলিশ জেলার ভাঙড়ের কাশিপুর থানার বিশেষ পুলিশ বাহিনী বেআইনী ভাবে রাস্তার ধারে ইমারতি সামগ্রীর বিরুদ্ধে অভিযান চালায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর এলাকার প্রভাবশালী ইমারত ব্যাবসায়ীরা অবৈধ ভাবে রাস্তা জুড়ে বালি, পাথর মজুত করে রাখেন। ফলে যান চলাচলে অসুবিধার পাশাপাশি থাকে বড়সড় দূর্ঘটনার প্রবল আশঙ্কা!
ইমারত দ্রব্য বাজেয়াপ্ত করে এদিন তা থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশ ও সিভিক কর্মীরা নিজেই কোদাল- বেলচা হাতে গাড়ী আপলোড করেন। তবে এদিন বেআইনি ব্যাবসার সঙ্গে যুক্ত কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশকে দেখে অভিযুক্তরা পালিয়ে যায় বলে খবর। কাশিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রদীপ পাল এদিন বলেন, “ দূর্ঘটনা এড়াতে রাস্তার উপরে অবৈধভাবে ইমারত সামগ্রী রাখার বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলবে। সাধারণ মানুষের অসুবিধা হয় এমন কাজ বরদাস্ত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct