মশাল
হাবিবুর রহমান
___________
আলোর মশাল তারাই জ্বালে,
যাদের ভিতর আগুন জ্বলে l
চাই সে আগুন ধোকা খেলে,
অথবা কেউ দাগা দিলে l
জোনাকির একটু ফুলকি আলো,
ঘুচায় আঁধার এক পলকে l
হাজার বাতি যায় যে নিভে,
মনের বাতি নিভে গেলে l
এক চাঁদেরই একটু জ্যোতি,
জগৎকে করে পুলকিত l
আকাশে যখন উঠে রবি,
আঁধার ধরায় থাকে নাকি?
দুঃখ- আঘাত মানবমনে -
তেমনি আসে ধাক্কা খেলে,
দহনজ্বালা সঙ্গে করে l
ধূপের মতন যায় পুড়িয়ে
সুগন্ধ তাহার যায় না পুড়ে l
সূর্যের মতন দৃঢ়চেতা,
চাঁদের মত কোমলতা,
আছে যেজন এই দুনিয়ায়l
ঘাত প্রতিঘাত, দূঃখ আঘাত, যন্ত্রনায়,
ধূপের ন্যায় জ্বলে যায়,
তবুও সুগন্ধ বিলিয়ে যায় l
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct