রাহেন খন্দকার,কোচবিহার,আপনজন: বোমাবাজি গোষ্ঠীদ্বন্দ্ব অতিক্রম করে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে গীতালদহ এক নং গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হলেন। নতুন প্রধান হলেন বিজলি খাতুন বিবি।
উল্লেখ্য দিনহাটা ১ নং ব্লকের গীতালদহ এক নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান আবু আল আজাদের বিরুদ্ধে অনাস্থা নিয়ে এসে প্রস্তাব পাস করে দলীয় প্রধানকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে বেশ কিছুদিন আগে। শুক্রবার ছিল প্রধান গঠন দিন। এদিন বেলা ১২ টায় প্রধান নির্বাচনের সময় থাকলেও তার অনেক আগেই কড়া পুলিশি নিরাপত্তায় গ্রাম পঞ্চায়েত অফিসে প্রবেশ করেন ৬ পঞ্চায়েত সদস্য। পরে দিনহাটা ১ ব্লক বিডিও এর উপস্থিতিতে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। বিডিও জানান, পঞ্চায়েত আইন মেনেই আজকের এই প্রধান গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এদিকে বক্তার আলী জানান, তারা ৬ পঞ্চায়েত সদস্য মিলে বিজলী খাতুন বিবির নাম প্রধান হিসেবে প্রস্তাব করে এবং অন্যদিকে দিকে বাকিরা রশিদা বিবি নামে অপর এক পঞ্চায়েত সদস্যার নাম প্রস্তাব করলে তিনি তার নাম প্রত্যাহার করে নেন এবং বিজলী খাতুন বিবি প্রধান হিসেবে নির্বাচিত হন। এদিকে প্রধান গঠনকে কেন্দ্র করে গ্রাম পঞ্চায়েত অফিসের অদূরেই ব্যাপক বোমাবাজি শুরু হয়। বোমাবাজির ঘটনার পর এলাকায় টহল দেয় এডিশনাল এসপি কুমার সানি রাজ, দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ত্রিদিপ সরকার, দিনহাটা থানার আইসি সুরোজ থাপা। পাশাপাশি ওই এলাকার একটি ঝোপ থেকে একটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct