আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের জন্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প চাল করেছেন। এবার গোয়ায়
‘গৃহলক্ষ্মী’ প্রকল্পের আওতায় প্রত্যেক গৃহকর্ত্রীকে মাসে পাঁচ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। সামনে বিধানসভা নির্বাচন। নির্বাচন প্রতিশ্রুতি হিসেবে তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়, নির্বাচনে তৃণমূল জিতলে গোয়ার মহিলাদের অর্থনৈতিক স্বস্তি দিতে মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে। আর তার জন্য চালু করা হবে ‘গৃহলক্ষ্মী’ প্রকল্প।
এ ব্যাপারে গোয়ার তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন, গৃহ লক্ষ্মী শিরোনামের এই প্রকল্পের আওতায় দল ক্ষমতায় আসার পর মুদ্রাস্ফীতি প্রতিরোধে নিশ্চিত আয় সহায়তা হিসেবে প্রতি মাসে প্রতিটি পরিবারের একজন মহিলাকে ৫,০০০ টাকা করে তার অ্যাকাউন্টে দেওয়া হবে। মহুয়া মৈত্র আরও বলেন, গোয়ায় সাড়ে ৩ লক্ষ পরিবারের মহিলারা গৃহ লক্ষ্মী প্রকল্পের আওতায় আসবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct