আপনজন ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর ১৫টি সদস্য রাষ্ট্রের একটি গ্রুপ আরও ৪০ হাজার আফগান শরণার্থীকে আশ্রয় দিতে সম্মত হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর ইউরোপীয় কমিশনার ইয়ালভা জোহানসন একথা জানিয়েছে। জার্মানি ২৫ হাজার, নেদারল্যান্ডস ৩ হাজার ১৫৯, স্পেন ও ফ্রান্স ২ হাজার ৫০০ করে এবং বাকি দেশগুলো কম সংখ্যায় শরণার্থীকে পুনর্বাসনের জন্য আশ্রয় দেবে।
জোহানসন বৃহস্পতিবার বলেন, আমি মনে করি এটি সংহতির একটি অসাধারণ কাজ। নিয়ন্ত্রিত উপায়ে আরও বেশি আফগানকে আশ্রয় দেওয়ার ফলে অনিয়মিত আগমন ঠেকাবে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক কমিশনার এর আগে ব্লকটিকে পাঁচ বছরে ৪২ হাজার ৫০০ আফগান শরণার্থী গ্রহণের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু ইইউ’র ২৭টি সদস্য রাষ্ট্র এর প্রতিবাদ করে।
ধারণা করা হয়, ১৫ আগস্ট তালেবান ক্ষমতা দখলের পর প্রায় ৮৫ হাজার আফগান নাগরিক দেশ ছেড়ে ইউরোপের কাছাকাছি বিভিন্ন দেশে অবস্থান করছেন। ২০ বছরের যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের চলে যাওয়ার সময় দেশ ছাড়া ২৮ হাজার আফগান ইইউ’র ২৪টি দেশে অবস্থান করছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct