ওয়াসিফা লস্কর ও বাইজিদ মণ্ডল,ডায়মন্ডহারবার,আপনজন: ডায়মন্ড হারবারে ২০ দিন ধরে শুধু খেলা হবে, কোন রাজনীতি নয়। সারাবছর রাজনীতির সময় আছে।শুক্রবার সন্ধ্যায় ডায়মন্ড হারবার পৌরসভার এস ডি ও মাঠে “এম পি কাপ ফুটবল ২০২১” উদ্বোধন করতে এসে এমনটাই বলেন ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের বিধানসভা নির্বাচনের পর ডায়মন্ড হারবার এম পি কাপ ফুটবল ২০২১ উদ্বোধন করতে প্রথম ডায়মন্ড হারবারে প্রথম পা রাখেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাঠে প্রদীপ জ্বালিয়ে ও রিমোট চেপে ২০২১ সালে প্রথম এম পি কাপ ফুটবল উদ্বোধন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী ম্যাচে খেলা হয় ডায়মন্ড হারবার ও ফলতা। ডায়মন্ড হারবার ফুটবল টিমের হয়ে মাঠে নামেন বাবুল সুপ্রিয় ও ফলতার হয়ে মাঠে নামেন মোনজ তেওয়ারি। উদ্বোধনের পর সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ২০১৭ সাল থেকে শুরু হয় এম পি কাপ ফুটবল খেলা। ২০২০ সালে বিশ্ব জুড়ে মহামারী চলার কারনে মাঝে এক বছর বন্ধ রাখতে হয়। আবার শুরু হলো এম পি কাপ ফুটবল। ২০ দিন ধরে ডায়মন্ড হারবার লোকসভা এলাকার বিভিন্ন খেলবে ১২৮ টি খেলা হবে। ফাইনাল ফুটবল খেলা হবে ২০২২ সালে ১ লা জানুয়ারি, ওই দিন দুটো দলে একদিকে খেলবে আলভি ডো অপর দিকে খেলবে বাইচুং ভুটিয়া। শেষে ধন্যবাদ জানান আকাশ বন্দ্যপাধ্যায় ও জাহাঙ্গীর খাঁনকে। এম পি কাপ ফুটবল উদ্বোধন ঘিরে উৎসবের আমেজ শুরু হয় ডায়মন্ড হারবারে।
এদিন উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন ফুটবলার অলভিটো, মন্ত্রী অরুপ বিশ্বাস, মন্ত্রী সুজিত বসু, মন্ত্রী ব্রাত্য বসু, শুভাশিষ চক্রবর্তী, সোহম চক্রবর্তী, রাজচক্রবর্তী, সাওকাত মোল্লা, নির্মল মাঝি, অশোকদেব, পান্নালাল হালদার, জেলা সভাধিপতি সামিমা সেখ সহ স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct