আপনজন ডেস্ক: এনপিআর, এনআরসি ও সিএএ ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় ফের সরব হচ্ছে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। শুক্রবার নিউটাউনে পার্টির রাজ্য অফিসে সাংবাদিক সম্মেলন করলেন পার্টির শীর্ষ নেতৃত্ববৃন্দ । এদিনের সাংবাদিক সম্মেলনে পার্টির পক্ষ থেকে জানানো হয় যে, দেশ যখন বিশ্বক্ষুধা সূচকে প্রতিবেশী দেশগুলোর থেকেও উপরের সারিতে অবস্থান করছে, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি যখন তলানিতে এবং দেশে ভেদভাবনার শিকার হচ্ছে সাধারণ মানুষ থেকে বিশিষ্টরা, তখন অসাংবিধানিক ও বৈষম্যপূর্ণ সিএএ আইন পাশের দ্বিতীয় বর্ষপূর্তিতে পার্টি আবারও এনপিআর, এনআরসি ও সিএএ বিষয়ে সরকারের স্পষ্ট অবস্থান কী তা জানবার উদ্দেশ্যেই নিঃশর্ত নাগরিকত্ব প্রদানের দাবিতে সংবিধান বিরোধী ও নিপীড়নমূলক ফ্যাসিবাদী কৌশলের বিরুদ্ধে সোচ্চার হতে চাইছে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়। তাই নাগরিকত্ব সংশোধনী আইন-২০১৯ পাশের বর্ষপূর্তিতে ডিসেম্বর মাস ব্যাপী এনপিআর, এনআরসি ও সিএএ ইস্যুতে জনমত গঠনের লক্ষ্যে পার্টি প্রাথমিক পর্যায়ে একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করেছে। যেমন, ১১ই ডিসেম্বর,২০২১ সকাল ১০ টা থেকে টুইটার ও ফেসবুকে অনলাইন হ্যাশট্যাগ ঝড় ও পোস্টার ক্যাম্পেইন হবে, ১২ই ডিসেম্বর সন্ধ্যায় ফেসবুক ওয়েবিনারের আয়োজন করা হবে,
১৩ই ডিসেম্বর,২০২১ রাজ্যজুড়ে জেলা শাসকদের ডেপুটেশন কর্মসূচী পালিত হবে, ১৯শে ডিসেম্বর,২০২১ দুপুর ২ টায় কোলকাতায় বুদ্ধজীবী ও বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বদের নিয়ে নাগরিকত্বের ইস্যুতে সেমিনার আয়োজিত হবে। এছাড়াও রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতিকে পার্টির দাবিপত্র সম্বলিত স্মারকলিপি প্রদানের উদ্যেশ্যে আগামী জানুয়ারী মাস ব্যাপি সারা রাজ্যে জনসংযোগ ও গণস্বাক্ষর সংগ্রহের কাজ দূর্বার গতিতে চলবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সভাপতি মনসা সেন, পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান। এছাড়া সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক জালালউদ্দিন আহমেদ ও আবু তাহের আনসারী,রাজ্য কমিটির সদস্য মহিনুর জামান প্রমুখ ব্যক্তিত্ব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct