আপনজন ডেস্ক: অনলাইল পোর্টাল বা ওয়েবসাইটের র্যাংক নির্ধারণী প্রতিষ্ঠান অ্যালেক্সা ডট কম তাদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। প্রতিষ্ঠানটি আগামী বছরের ১ মে থেকে বন্ধ হয়ে যাবে বলে ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
ওয়েবসাইট অ্যানালাইসিসভিত্তিক এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় ১৯৯৬ সালে। এরপর ১৯৯৯ সালে এটির স্বত্বাধিকার লাভ করে অ্যামাজন।
এক ব্লগ পোস্টে অ্যালেক্সা জানিয়েছে, ২৫ বছরের প্রতিষ্ঠানটি আগামী ১ মে বন্ধ করে দেবে তারা। পোস্টে উল্লেখ করা হয়, কৌশলগত ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবেই অ্যামাজন অ্যালেক্সা ডট কম বন্ধ করে দিচ্ছে।
এতে আরও বলা হয়, দুই দশক ধরে গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার পরও এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে কর্তৃপক্ষকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct