অমরজিৎ সিংহ রায়,বালুরঘাট,আপনজন: বিভিন্ন দাবি দাবা নিয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর নিকট ডেপুটেশন কর্মসূচিতে শামিল হলেন আশা কর্মীরা। শুক্রবার দুপুরে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের দক্ষিণ দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে মোট পাঁচ দফা দাবিতে মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কাছে ডেপুটেশন দেওয়া হয়।আশা কর্মীদের মূল দাবি গুলি হল, অবিলম্বে বকেয়া ইন্সেন্টিভ এর টাকা প্রদান করতে হবে, ইন্সেন্টিভ এর টাকা ভাগ করে দেয়া যাবে না, বিনা পারিশ্রমিকে কোন কাজ দেওয়া যাবে না, ফরম্যাট প্রথা বাতিল করতে হবে ইত্যাদি। এদিন প্রায় শতাধিক আশা কর্মী বালুরঘাট হাই স্কুল ময়দান থেকে মিছিল বের করে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর দফতরের নিকট পৌঁছায়। এরপর তাদের কয়েকজনের প্রতিনিধিদল মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কাছে ডেপুটেশন দেন। তাদের দাবি মানা না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলেই আশা কর্মীরা জানিয়েছেন।
আন্দোলনকারীদের পক্ষ থেকে নন্দিতা সরকার ঘোষ জানান, ‘আমাদের ছয় মাসের পাওনা বকেয়া রয়েছে। সেটা না মেটালে আমরা অবিলম্বে কাজ বন্ধ করে দেব।এর আগেও অনেকবার আমরা ডেপুটেশন কর্মসূচিতে সামিল হয়েছি। তবু আমাদের এই সমস্যার সমাধান হয়নি। আমি আমার মাস মাইনের টাকা দিয়ে সংসার চালাই, ছেলে মেয়েদের পড়ানোর খরচা বহন করি। অথচ ছয় মাস ধরে টাকা পাচ্ছিনা।’
অন্যদিকে, আন্দোলনকারীদের পক্ষ থেকে ভক্তি ব্যানার্জি জানান, ‘আমাদের যেটুকু টাকা দেওয়া হচ্ছে, সেটুকু কেটে ছেঁটে দেওয়া হচ্ছে। আমরা করোনার জন্য বিভিন্ন কাজ করছি নানা সময়ে। অথচ তার জন্য কোনো অর্থ পাইনা। নানা কাজের রিপোর্ট আমাদের পাঠাতে হয়। অথচ কাজের ন্যায্যমূল্য আমরা পাচ্ছি না।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct