জয়প্রকাশ কুইরি,পুরুলিয়া,আপনজন: ডাইনি অপবাদে চাঞ্চল্য ছাড়ালো পুরুলিয়ার গ্রামে। ঘটনাটি ঘটেছে খোদ প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতোর গ্রামেই। বরং বলা ভালো শান্তিরাম মাহাতোর বাড়ি থেকে প্রায় ৫০ ফুট দূরত্বের ঘটনা।
পুরুলিয়া মফস্বল থানার গারাফুসরা গ্রামের বাসিন্দা তথা বৃদ্ধা কৌশল্যা মাহাত থানায় একটি লিখিত অভিযোগ করেছেন এই মর্মে, প্রতিবেশী অমর মাহাতর স্ত্রীর অসুস্থ্যতার জন্য তারা তাকে ডাইনি অপবাদ দিয়ে ঝগড়া করছেন। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় , ওরা কোনো নির্দিষ্ট কেস করেননি শুধু একটি ইনফরমেশন দিয়েছেন থানাকে তার ভিত্তিতেই শুক্রবার পুলিশ গ্রামে গিয়েছিল ওই বৃদ্ধার সঙ্গে কথা বলে এসেছে। তবে যাই হোক এই ঘটনায় প্রশাসনকেই দায়ী করেছেন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পুরুলিয়া জেলা সম্পাদক মধুসূদন মাহাত। তিনি বলেন, প্রশাসনের গা ছাড়া মনোভাবের জন্যই ডাইনি প্রথা নির্মূল করা যাচ্ছে না।
এই বিষয়ে নির্দিষ্ট কোনো আইন নেই আর পুলিশ ওঝাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়না। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া জেলা সম্পাদক ডক্টর নয়ন মুখোপাধ্যায় বলেন, যারা এই ধরনের ডাইনি অপবাদের মত জঘন্য কাজ করছেন তাদের কঠোর তম শাস্তি চেয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আইন ও প্রশাসনের দ্বারস্থ হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct