আপনজন ডেস্ক: মায়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গ্রামে অভিযান চালানোর সময় হাত ১১ জনকে বেঁধে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে সে দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, প্রত্যক্ষদর্শীরা বলছেন- সাগাইং এলাকার ডান তাউ গ্রামে বর্বর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
গত মঙ্গলবার ঘটনাটি ঘটিয়েছে মায়ানমারের সেনাবাহিনী। এ ঘটনার পরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যায়, পুড়ে যাওয়া ১১ জনের দেহাবশেষের ভয়াবহ অবস্থা। ধারণা করা হচ্ছে, হতভাগ্যদের অনেকেই কম বয়সী।
মায়ানমারের সেনাবাহিনী ডান তাউ গ্রামে এর আগেও তাণ্ডব চালিয়েছে। স্থানীয়রা বলছেন, গ্রামে প্রবেশের পর একের পর একজনকে গুলি করে সেনাবাহিনী। তারা যখন আহতদের শরীরে আগুন দেয়, তখনো বেশ কয়েকজন জীবিত ছিলেন।
সামরিক অভ্যুত্থানের পর মায়ানমারে বিভিন্ন জাতি গোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে যে জাতীয় ঐক্য সরকার (এনইউজি) গঠিত হয়েছিল, জানা গেছে, তারা নিহত ১১ জনের নামের তালিকা প্রকাশ করেছে।
এনইউজি দাবি করেছে, নিহতদের মধ্যে ছয়জনই কিশোর। তাদের সবাইকে জীবিত অবস্থায় আগুনে পুড়িয়ে হত্যা করেছে বার্মিজ সেনাবাহিনী। যদিও ভয়াবহ এ ঘটনায় এখনো জান্তা সরকার মুখ খোলেনি। ওই এলাকায় কাজ করা একজন স্বেচ্ছাসেবক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, গত মঙ্গলবার সকালে সেনা সদস্যরা ওই গ্রামে যায়। বেলা ১১টার দিকে তারা হত্যাকাণ্ড চালায়।
হত্যাকাণ্ডের শিকার হিতেত কো নামে একজনের পরিবারের সদস্য বলেছেন, হিতেত বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন। কোনো মিলিশিয়া বাহিনীর সদস্যও ছিলেন না।
এটা ভীষণই অমানবিক যে, সাধারণ নাগরিককে নির্মমভাবে হত্যা করল সেনাবাহিনী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct