আপনজন ডেস্ক: আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় দেশ মালিতে রাস্তার পাশে পেতে রাখা এক বোমা বিস্ফোরণে রাষ্ট্রসংঘের সাত শান্তিরক্ষী নিহত হয়েছেন। বুধবার দেশটির মোপতি অঞ্চলের বাঙদিয়াগারা অঞ্চলে দুয়েনতজা ও সিভারে শহরের মধ্যবর্তী রাস্তায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।বোমা বিস্ফোরণে আরো তিনজন আহত হয়েছে বলে এক বিবৃতিতে মালিতে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা মিশন কর্তৃপক্ষ জানায়।
বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রসংঘ শান্তিরক্ষীদের বহনকারী একটি গাড়িবহর রাস্তায় পেতে রাখা বোমার ওপর পড়লে এই বিস্ফোরণ হয়।
হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায়িত্ব স্বীকার না করলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই অঞ্চলে তৎপর উগ্রবাদী সংগঠন আল-কায়েদা বা আইএসের সাথে সংশ্লিষ্ট দলগুলো এই হামলা চালিয়েছে।
২০১২ থেকে মালিতে ছড়িয়ে পড়া সহিংসতার বিস্তার রোধে দেশটিতে শান্তিরক্ষা মিশন চালিয়ে আসছে রাষ্ট্রসংঘ। বর্তমানে দেশটিতে রাষ্ট্রসংঘের ১৩ হাজার শান্তিরক্ষী নিয়োজিত রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct