এহসানুল হক,বসিরহাট,আপনজন: বসিরহাট জেলা হাসপাতালে বেহাল পরিষেবা ও দালাল রাজের দৌরাত্ম্যের প্রতিবাদে বিক্ষোভ কংগ্রেসের। বিক্ষোভকারীদের অভিযোগ দিনের পর দিন দালাল চক্র বেড়েই চলেছে এবং শুধুই ঝাঁ-চকচকে বসিরহাট জেলা হাসপাতালের বিল্ডিং আছে কিন্তু ডাক্তার নেই তার উপরে দালালদের দৌরাত্ম্য অতিষ্ঠ সাধারণ মানুষ।
হাসপাতালে যা দু এক জন চিকিৎসক আছেন তারাও ঠিক মত হাসপাতালে আসেন না এরই প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে বৃষ্টির মধ্যে বসিরহাট জেলা হাসপাতালে চত্বরে জেলা স্বাস্থ্য আধিকারিকে্য অফিসে সামনে বিক্ষোভ দেখায় জাতীয় কংগ্রেস ও যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা। বিক্ষোভ শেষে সদ্য যোগ দেওয়া জেলা স্বাস্থ্য আধিকারিক রবিউল ইসলাম গাইনের কাছে অভিযোগ গুলি নিয়ে স্মারকলিপি জমা দেন।
সবার শেষে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আবু ইসহাক বাবু গাজী ও বসিরহাট দক্ষিণ বিধানসভা যুব কংগ্রেসের সভাপতি শাহীদ মোল্লা জানান, আমরা বিভিন্ন দাবি নিয়ে আজ জেলা স্বাস্থ্য আধিকারিক এর কাছে গত ডেপুটেশন দিতে এসেছিলাম, আমরা চাই বসিরহাট জেলা হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা ভালো হোক দালালচক্র বন্ধ হোক এবং বিভিন্ন দাবি নিয়ে দেখা করলাম। তিনি সমস্ত দাবি মেনে নিয়ে দেখার পরামর্শ দিলেন। এদিন জেলা স্বাস্থ্য আধিকারিক রবিউল ইসলাম গায়েন বলেন, হ্যাঁ আমার কাছে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে একটি ডেপুটেশন দেওয়া হয়েছে বিভিন্ন দাবি নিয়ে হাসপাতালের। আমরা সেই গুলো দেখছি, উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবশ্যই জানাবো। তবে এই সমস্ত অভিযোগ মানতে নারাজ বসিরহাটের দক্ষিণের বিধায়ক ডক্টর সপ্তর্ষী ব্যানার্জি তিনি বলেন, শুধুই বিরোধীতা করার জন্য বিক্ষোভ দেখিয়েছেন বিক্ষোভকারীরা। হাসপাতলে উন্নত মানের চিকিৎসা শুরু হয়েছে। দালাল চক্র নেই বললেই চলে। একের পর এক বিনামূল্যে পরীক্ষা করা হচ্ছে বসিরহাট সুপার স্পেশালিস্ট হাসপাতলে। তবে কোনো অভিযোগ আমাদের কাছে করলে আইনগত ব্যবস্থা নেব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct