এম মেহেদী সানি,গাইঘাটা,আপনজন: করোনা আবহে দীর্ঘ ১৮ মাস পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো গত ১৬ নভেম্বর থেকে শুরু হয়েছে স্কুলের পঠন পাঠন। ছাত্র-ছাত্রীদের মধ্যে ভয়-ভীতি থাকলেও দীর্ঘদিন পরে সহপাঠী বন্ধু-বান্ধবদের সাথে দেখা হওয়ার ফলে উচ্ছ্বাস দেখা গিয়েছিল ছাত্রছাত্রীদের মধ্যে। প্রথম দিন শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতির হার অনেকটাই কম থাকলেও শিক্ষক-শিক্ষিকারা ভেবেছিলেন আস্তে আস্তে ছাত্র-ছাত্রীর উপস্থিতির হার স্বাভাবিক হবে। কিন্তু সবকিছুই বিপরীতমুখী, শিক্ষাঙ্গন ধূ ধূ করছে, যেসমস্ত ক্লাস রুম থেকে একসময় ভেসে আসত শিক্ষার্থীদের কলরব, আজ তা কার্যত নিস্তব্ধ৷ গোটা বিদ্যালয়ে মাত্র ৪ জন শিক্ষার্থী নিয়ে ক্লাস করাচ্ছেন এক শিক্ষিকা৷ উত্তর ২৪ পরগণা জেলার গাইঘাটা ব্লকের অন্তর্গত গোবরডাঙ্গা ইছাপুর মন্মথনাথ ঘোষ স্মৃতি বালিকা বিদ্যালয়ে এমনই চিত্র ধরা পড়লো আপনজন প্রতিনিধির ক্যামেরায় ৷ মাধ্যমিক স্তরের এই স্কুলে সরকারি নির্দেশ অনুযায়ী একদিন অন্তর ক্রমান্বয়ে নবম শ্রেণি এবং দশম শ্রেণির ক্লাস করানো হচ্ছে ৷ বৃহষ্পতিবার ছিল নবম শ্রেণির ক্লাস, ওই স্কুলে নবম শ্রেণিতে পাঠরত ১৯ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল মাত্র চার জন শিক্ষার্থী ৷ ওই স্কুলে দশম শ্রেণির শিক্ষার্থীর সংখ্যা ৩৩ জন, যাদের মধ্যে স্কুলে ক্লাস করতে উপস্থিত হচ্ছে ৮-১০ জন ৷ শিক্ষিকা মন্ডলীর উপস্থিতির বিষয়ে ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুকর্ণা দাশগুপ্ত বলেন “স্টাফ রুমে ২-৩ শিক্ষিকা আছেন একজন আছেন ক্লাসরুমে”। বাকিদের কথা জানতে চাওয়া হলে তিনি বলেন ৪-৫ জন শিক্ষিকা পাশে একটি গ্রামে গিয়েছেন কারণ সেখানকার শিক্ষার্থীদের পুনরায় যাতে স্কুলমুখী করা যায় তার চেষ্টা করা হচ্ছে ৷” জানা গেছে ওই বিদ্যালয়ে ১২ জন স্থায়ী শিক্ষিকা এবং দুই জন পার্শ্ব শিক্ষিকা রয়েছে৷
বিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুপস্থিতি প্রসঙ্গে গোবরডাঙ্গা ইছাপুর মন্মথনাথ ঘোষ স্মৃতি বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা রুবি চক্রবর্তী ‘আপনজন’ প্রতিনিধিকে জানান “করোনা পরিস্থিতিতে স্কুলের পঠনপাঠন ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় মেয়েদের পরিবারের পক্ষ থেকে বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং মেয়েরা নিজেরাও অনেকক্ষেত্রে বিয়ে করে নিচ্ছে সেজন্যই স্কুলছুটের সংখ্যা বেড়েছে, লেখাপড়ার প্রতি আগ্রহ কমেছে ৷ পাশাপাশি আমাদের স্কুল মাধ্যমিক পর্যন্ত হওয়ায় নতুন করে শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না, সমস্ত ছাত্র-ছাত্রী পার্শ্ববর্তী উচ্চমাধ্যমিক স্তরের স্কুলে ভর্তি হচ্ছে ৷” এসব ঘটনায় শিক্ষিকাদের মধ্যেও উদ্বেগ রয়েছে। বিধিনিয়ম মেনে যাতে শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত হয় সেজন্য তাঁরাও চেষ্টা চালাচ্ছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct