সেক আনোয়ার হোসেন,তমলুক,আপনজন: কফিনবন্দি হয়ে বাড়ি ফিরলেন ঘরের ছেলে নন্দ। সিআরপিএফ জওয়ান নন্দলাল রানার মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকায়। গত সোমবার লাদাখে টহলরত অবস্থায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তমলুকের সিআরপিএফ জওয়ান বছর ৩৬-এর নন্দলাল রানার। সোমবার সকালে মেঘলা আকাশ ছিল লাদাখে। ওই সকালে পাহাড়ি রাস্তায় টহলদারির জন্য বের হন ৪২ নং ব্যাটালিয়ানের ৪ জওয়ান। এমন সময় আচমকা দুর্ঘটনার কবলে পড়ে সেনা জওয়ানদের ওই গাড়ি।পাশের খাদে পড়ে যায় গাড়িটি।গুরুতর জখম হন গাড়ির মধ্যে থাকা ৪ সেনা জওয়ান। চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে সকাল নটা নাগাদ মৃত্যু হয় তমলুকের বাসিন্দা সেনা জওয়ান নন্দ রানার। বাকি ৩ আহত জওয়ান জম্মু-কাশ্মীরের সিআরপিএফ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সিআরপিএফ জওয়ান নন্দ রানার মৃত্যুর খবর তমলুকের হরশঙ্কর গ্রামে আসামাত্রই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। পরিবারের পাশাপাশি প্রিয় নন্দকে হারিয়ে শোকে বিহ্বল পাড়া প্রতিবেশীরাও।
কয়েক মাস আগেই বাড়ি এসেছিলেন নন্দ। বাড়ির লোকজনের পাশাপাশি পাড়া- প্রতিবেশীদের সঙ্গেও কাটিয়েছেন একাধিক মুহূর্ত। আগামী ২ জানুয়ারি নন্দর ফের বাড়ি আসার কথা ছিল। কিন্তু তার আগেই ফিরল তাঁর নিথর দেহ। স্থানীয় সূত্রে জানা গেছে
নন্দবাবুর ছেলে এবারের মাধ্যমিক পরীক্ষার্থী। ইতিমধ্যেই রাজ্য সরকার ঘোষণা করেছে যে মাধ্যমিক পরীক্ষা হবে। ছেলের ভালো রেজাল্ট যাতে হয়,তাই ছুটি নিয়ে বেশি সময় দেওয়ার জন্য বাড়িতে আসার কথা ছিল নন্দর। মাত্র ১৬ মাসের একটি কন্য়াসন্তানও আছে তাঁর। মেয়ের জন্মের পর কয়েকদিনের ছুটি নিয়ে বাড়ি এসেছিলেন নন্দ। মেয়ের সঙ্গে কয়েকদিন সময় কাটানোর জন্য মুখিয়ে ছিলেন। কিন্তু তা আর হল না।
মঙ্গলবার ময়নাতদন্ত করার পর বৃহস্পতিবার সেনাবাহিনীর তৎপরতায় তমলুকের নিজের গ্রামে আনা হয় দেহ। এদিন সেনা জওয়ান নন্দকে শেষ দেখা দেখার জন্য গোটা গ্রাম রাস্তায় নামে। গ্রামবাসীরা শেষ শ্রদ্ধা জানান নন্দবাবুকে। পরে সেনাবাহিনীর তরফে গার্ড অফ অনার দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct