জয়প্রকাশ কুইরি,পুরুলিয়া,আপনজন: বাম আমল তথা ১৯৯৮ সালের ৯ ই ডিসেম্বর বাড়েরিয়া গ্রামে নৃশংসভাবে তৃণমূলের প্রধান সিং মুড়াকে খুন করেছিল দুষ্কৃতীরা। প্রধান সিং মুড়া সেই সময় বাগমুন্ডী গ্রাম পঞ্চায়তের তৃণমূলের টিকিটে জেতা নির্বাচিত সদস্য। রাজ্যে তৃণমূল কংগ্রেসের প্রথম শহীদ বাঘমুন্ডির তনতন গ্রামের বাসিন্দা প্রধান সিং মুড়া। সেই সময় এই বাঘমুন্ডি এলাকা ছিল ফরোয়ার্ড ব্লকের শাসনে । জেলায় সর্বত্র বাম ফ্রন্টের দখলের মধ্যেও এই প্রত্যন্ত এলাকায় ঘাস ফুল ফুটিয়েছিলেন একমাত্র প্রধান সিং মুড়া। বৃহস্পতিবার তথা আজকের দিনে প্রতি বছরেই ঘটা করে প্রধান সিং মুড়ার শহীদ দিবস পালন করেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে। শহীদ দিবসে প্রধান সিং মুড়ার মূর্তিতে মাল্য দান করেন তৃণমূল জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া ,জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জী ,পুরুলিয়া পৌরসভার প্রশাসক নবেন্দু মহালি,বাঘমুন্ডি বিধান সভার বিধায়ক সুশান্ত মাহাতো সহ শহীদ প্রধান সিং মুড়ার দাদা বিধান সিং সর্দার সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা। এদিন মঞ্চে ভাষণ দিতে গিয়ে পুরুলিয়া পৌরসভার প্রশাসক নবেন্দু মাহালী বলেন, খুব খারাপ লাগে রাজ্যে তৃনমূল কংগ্রেসের প্রথম শহীদ প্রধান সিং মুড়া দলের জন্য প্রাণ দিলেন। এদিন প্রধান সিং মুড়ার শহীদ দিবস স্মরণে করা হয় ছৌ নাচ।
এদিন নাচে ও গানে জমিয়ে তোলা হয় শহীদ মঞ্চ। স্থানীয় গ্রাম বাসীরা জানান তাদের কাছে প্রধান সিং মুড়া ছিলেন ভগবানের মতো। তাকে নৃশংস ভাবে হত্যা করাটা অনেকেই মেনে নিতে পারেনি এখনো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct