আব্দুস সামাদ মন্ডল,কলকাতা,আপনজন: মুখ্যমন্ত্রীর স্বপ্নের বিশ্ববিদ্যালয় আলিয়া বিশ্ববিদ্যালয়।
আর এই আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দীর্ঘ ৬৭ দিন ধরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছে। তারপরেও তাদের দাবিগুলো পূরণ হয়নি এমনটায় জানালেন আন্দোলনরত পড়ুয়ারা আর সেই দাবি আদায়ের লক্ষ্যে আজ কলকাতা রাজপথে মহা বিক্ষোভের ডাক দেয়। তারা বৃহস্পতিবার আলিয়ার পার্ক সার্কাস ক্যাম্পাস থেকে ধর্মতলার দিকে রওনা হয় বেলা দ্বিপ্রহরে।
হঠাৎ বেনিয়াপুকুরের কাছে পুলিশ আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের আটকে দেয় বলে পড়ুয়াদের অভিযোগ। যদিও পুলিশের বক্তব্য করোনা কালে এভাবে জমায়েত করা যাবে না। পুলিশের এক কর্তা তাই রামলিলা ময়দানে চলে যাওয়ার কথা বলেন বলে জানান আলিয়ার ছাত্ররা।
কিন্তু আন্দোলনরত পড়ুয়ারা সেখানে না গিয়ে তারা পুলিশকে তাদের দাবি সমুহ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের মন্ত্রী গোলাম রব্বানির কাছে পৌঁছে দেওয়ার দাবি জানান।
ওই পুলিশ কর্তা তাদের দাবি সমুহ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার আশ্বাস দেন বলে জানান আন্দোলনরত ছাত্রদের কয়েকজন।
আলিয়ার পড়ুয়অরা যে সমস্ত দাবি নিযে এদিনে বিক্ষোভ মিছিলে হাজির হন তার মধ্যে উল্লেখযোগ্য হল:
আলিয়া বিশ্ববিদ্যালয়ের জমি কোনও অবস্থাতেই হস্তান্তর করা যাবে না, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জমি হস্তান্তর না করার সিদ্ধান্ত প্রকাশ্যে জানাতে হবে। সংখ্যালঘু দফতরকেও জমি হস্তান্তরের সিদ্ধান্ত ফেরাতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওই জমিতেই অবিলম্বে ছাত্রছাত্রীদের জন্য খেলার মাঠ,ও হোস্টেল নির্মাণ করতে হবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো, বর্তমান শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীর ফি অবিলম্বে মুকুব করতে হবে। অবিলম্বে বন্ধ হয়ে যাওয়া রাজ্য সিভিল সার্ভিসের কোচিং পুনরায় বিশ্ববিদ্যালয়ের অধীনে শুরু করতে হবে প্রভৃতি। তারা আরোও জানান, তাদের এই দাবিসমূহ পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন এবং পরবর্তীতে বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct