আপনজন ডেস্ক: হিন্দু মন্দিরের পুরোহিত বিষ্ণু ও জৈন মন্দিরের পুরোহিত তীর্থঙ্কর ঋষভ দেব দিল্লির আদালতে মামলা করে আর্জি জানিয়েছিলেন, মোহাম্মদ ঘোরির সেনাবাহিনীর জেনারেল কুতুবউদ্দিন আইবক ২৭টি মন্দির আংশিকভাবে ভেঙে তার সামগ্রী দিয়ে কুতুব মিনার চত্বরে অবস্থিত কুতুব উল ইসলাম মসজিদটি তৈরি করেছিলেন। তাই কুতুব মিনারের মসজিদটি তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানান। সেই আর্জি খারিজ করে দিয়েছে দিল্লির আদালত। মামলাটি প্রত্যাখ্যান করে সিভিল বিচারক নেহা শর্মা বলেন, ভারতের সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ ইতিহাস রয়েছে। এটি অসংখ্য রাজা দ্বারা শাসিত হয়েছে।
কেউ অস্বীকার করেনি যে অতীতে হয়তো কোনও অন্যায় হয়েছিল। কিন্তু এর জন্য ভবিষ্যতের শান্তি বিঘ্নিত করার ভিত্তি হতে পারে না।
বিচারক আরও বলেন, আমাদের দেশের একটি সমৃদ্ধ ইতিহাস ছিল এবং চ্যালেঞ্জিং সময় দেখেছে। তা সত্ত্বেও, ইতিহাসকে সামগ্রিকভাবে গ্রহণ করতে হবে। ঐতিহাসিক অন্যায়ের প্রতিকার মানুষ আইন নিজের হাতে তুলে নিতে পারে না। বলে তিনি মন্তব্য করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct