আপনজন ডেস্ক: শিশু সুরক্ষা, বাল্য বিবাহ ও যৌন হেনস্থা রোধ প্রভৃতি বিষয় নিয়ে রাজ্য জুড়ে এক সচেতনতা প্রচার কর্মসূচি নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন আমানত ফাউন্ডেশন। কলকাতার এই স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিসেফের সহযোগিতায় রাজ্যের প্রায় ২২টি জেলায় বিভিন্ন ধর্মের নেতাদের নিয়ে সমাজ সচেতনতায় তাদেরকে শামিল করে চলেছে। বিশেষ করে, পোলিও টিকা, করোনা ভ্যাকসিন সহ অন্যান্য স্বাস্থ্য সচেতনতায় সাধারণ মানুষের ভ্রান্ত ধারণা দূর করতে আমানতের এই উদ্যোগ। এবার এই কাজে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদেরও তারা প্রচার কর্মসূচিতে শামিল করল। বর্ধমানের আউসগ্রাম ২ নম্বর ব্লকের রামনগর গ্রামপঞ্চায়েত এলাকায় বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের নিয়ে শিশুদের পুষ্টি ও শিশুসেবা, শিশু শিক্ষা, শিশু সুরক্ষা প্রভৃতি বিষয়ে এক মনোজ্ঞ শিবির অনুষ্ঠিত করল আমানত। আর তা করা হল ইউনিসেফের নির্দিষ্ট নির্দেশিকা মেনে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct