নিজস্ব প্রতিবেদক,দেগঙ্গা,আপনজন: সুস্থ সমাজ গড়তে এগিয়ে আসার জন্য মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের বিশেষভাবে সম্বর্ধনা জ্ঞাপন করল উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা-বেড়াচাঁপা কুঁচেমোড়া বিশ্বনবী স্মৃতিরক্ষা কমিটি।
অনুষ্ঠানে বাংলার শান্তি সম্প্রীতি ঐতিহ্য রক্ষায় ইমাম-মুয়াজ্জিনদের অবদানকে স্মরণ করেন বিশিষ্ট সমাজসেবী, স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা কর্মাধ্যক্ষ উত্তর চব্বিশ পরগনা এ কে এম ফারহাদ। তিনি বলেন, দেশের শান্তি সম্প্রীতি রক্ষায় ইমাম-মুয়াজ্জিনরা বিভিন্ন রকম ভাবে সমাজ সচেতন করে থাকেন। তারা বিশ্বনবীর শান্তির বার্তা পৌঁছে দেন জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের কাছে যাতে বাংলায় যে শান্তি সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় থাকে। অনুষ্ঠানে বিশেষ ভাবে উপস্থিত ছিলেন হাজী আশরাফ, জুলফিকার আলী, মোজাফফর আলী, মাওলানা জব্বার আলী, সাইফুল ইসলাম প্রমুখ।সমগ্র অনুষ্ঠানটি আয়োজনে মুখ্য ভূমিকা গ্রহণ করে সাদ্দাম হোসেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct