রাহেন খন্দকার,কোচবিহার,আপনজন: দিনহাটা মহকুমায় রাসায়নিক সারের অযোগান এবং কালোবাজারির প্রতিবাদে দিনহাটা মহকুমা শাসককে ডেপুটেশন প্রদান ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার। বুধবার তিন দফা দাবীতে মহকুমা শাসককে ডেপুটেশন দেন। এদিন ডেপুটেশন দেওয়ার সময় উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টি রাজ্য সহ-সভাপতি আমিনাল হক, জেলা সভাপতি খাদিমুল ইসলাম, জেলা সহ-সভাপতি ধনঞ্জয় বর্মন, জেলা সম্পাদক শামীম আখতার, দিনহাটা ১ নং ব্লক সভাপতি ওয়াহেদ আলী, দিনহাটা ২ নং ব্লক সভাপতি আব্দুস সামাদ খন্দকার প্রমুখ।
উল্লেখ্য দিনহাটার বিভিন্ন এলাকায় সারের আকাল দেখা দিয়েছে। একশ্রেণীর ব্যবসায়ী কৃত্রিমভাবে সারের অকাল সৃষ্টি করেছে বলে অভিযোগ। ইতিমধ্যে দিনহাটা মহকুমা অফিসে কৃষকদের বিক্ষোভ জানানো হয়েছিল।
এই অভিযোগকে হাতিয়ার করে বুধবার দিনহাটা মহকুমা শাসককে ডেপুটেশন দিল ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। এদিনেই ডেপুটেশন নিয়ে ওয়েলফেয়ার পার্টির রাজ্য সহ-সভাপতি আমিনাল হক জানান, “কৃষকদের এই ভরা মরশুমে তাদের আবাদের সার নিয়ে যেভাবে ছিনিমিনি খেলা হচ্ছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এ ব্যাপারে প্রশাসনকে খুবই সজাগ দৃষ্টি রাখা উচিত এবং এ সমস্যা নিরসনের জন্য মুখ্যমন্ত্রী প্রত্যক্ষ হস্তক্ষেপ দাবি করছি।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct